ETV Bharat / state

Ancient Idol : কুশমণ্ডিতে পুকুর কাটতে গিয়ে উদ্ধার প্রাচীন মূর্তি

author img

By

Published : Jun 15, 2021, 10:59 PM IST

four ancient idol recovered from kushmandi of south dinajpur
four ancient idol recovered from kushmandi of south dinajpur

দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে পুকুর খুঁড়তে গিয়ে বেরিয়ে এল চারটি পাথরের প্রাচীন মূর্তি ৷ গ্রামবাসীরা মূর্তিগুলির পূজার্চনা শুরু করে দেয় ৷

কুশমণ্ডি, 15 জুন : জেসিবি মেশিন দিয়ে খনন করা হচ্ছিল পুকুর ৷ মাটি খুঁড়তেই বেরিয়ে এল পাথরের প্রাচীন মূর্তি ৷ দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডির একটি গ্রামের ঘটনা ৷ মঙ্গলবার বিকেলের এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে হইচই পড়ে যায় ৷ খবর চাউর হতেই অন্যান্য গ্রাম থেকে লোকজন এসে ভিড় করে ৷

কুশমণ্ডি ব্লকের 1 নম্বর আকচা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকার চেচাহারের একটি পুকুর খননের কাজ শুরু হয় ৷ আজ বিকেলে জেসিবি মেশিন দিয়ে মাটি খোঁড়ার সময় উদ্ধার হয় পাথরের চারটি প্রাচীন মূর্তি । মূর্তিগুলি নিয়ে গ্রামবাসীরা একটি মন্দিরে নিয়ে যায় ৷ সেখানে ফুল, সিঁদুর দিয়ে মূর্তিগুলি পূজার্চনা শুরু করে দেয় গ্রামবাসীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুশমণ্ডি থানার পুলিশ ।

মোট চারটি মূর্তি উদ্ধার হয়েছে
মোট চারটি মূর্তি উদ্ধার হয়েছে

পুলিশ গিয়ে মূর্তিগুলিকে উদ্ধার করার চেষ্টা করলে গ্ৰামাবাসীরা তাতে বাধা দেয় ৷ তাদের দাবি, মূর্তিগুলি গ্রামের মধ্যে পাওয়া গিয়েছে ৷ তাই এগুলি কাউকে দেওয়া হবে না ৷ মন্দিরে রেখে পুজো করা হবে ৷ এই বলে পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । অনেক বোঝানোর পর একটি মূর্তি পুলিশের হাতে তুলে দিতে রাজি হয় গ্রামবাসীরা ৷ বাকি তিনটি মূর্তি কৃষ্ণপুর মন্দিরে পুজাে করার জন্য স্থাপন করা হয় ।

উদ্ধার হওয়া প্রাচীন মূর্তি
উদ্ধার হওয়া প্রাচীন মূর্তি

আরও পড়ুন : পুলিশকে দর্শক করে তিন চোরকে গণধোলাই

মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ওই সমস্ত প্রাচীন মূর্তিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে ৷ সেইসঙ্গে বালুরঘাটে অবস্থিত একটি মিউজিয়ামে যাতে পাঠানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে । এই বিষয়ে জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল জানান, কুশমণ্ডি ব্লকের কৃষ্ণপুর থেকে পুকুর খননের সময় কয়েকটি মূর্তি উদ্ধার করেছে গ্রামবাসীরা ৷ তার মধ্যে পুলিশ মাত্র একটি মূর্তি উদ্ধার করতে পেরেছে ৷ বাকি তিনটি এলাকার মন্দিরে রেখে দেওয়া হয়েছে ৷ আমরা প্রত্নতাত্ত্বিক বিভাগের লোকজনের সঙ্গে কথা বলে মূর্তিগুলিকে উদ্ধার করার চেষ্টা করছি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.