Bengal BJP Durga Puja : ছক ভাঙা পুজো, রাজ্য বিজেপির উমার পুজো আরেক উমার হাতে

author img

By

Published : Sep 23, 2022, 6:47 AM IST

Updated : Sep 23, 2022, 7:00 AM IST

BJP Durga Puja

রাজ্যের গেরুয়া শিবিরের দুর্গাপুজো হবে সল্টলেকে ৷ এ বছর উমার আরাধনা করবেন মহিলা পুরোহিত ৷ পুজো ঘিরে ব্যতিক্রমী সিদ্ধান্ত গেরুয়া শিবিরের (BJP Bengal Durga Puja) ৷

কলকাতা, 23 সেপ্টেম্বর: এবার ছক ভেঙে বঙ্গ বিজেপির দুর্গাপুজোর পৌরহিত্য করবেন এক নারী । গত দু'বছরের নিয়মে বদল হল ৷ এবার বাংলায় গেরুয়া শিবিরের দলীয় উমার আরাধনায় থাকছেন সুলতা মণ্ডল । (Female priest conduct puja in Bengal BJP Durga Puja) ৷

'অব্রাহ্মণ' সুলতা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদারের জেলার মেয়ে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বাতাসকুড়ি গ্রামের বাসিন্দা । বয়স মাত্র 28 । তবে এই বয়সে শাস্ত্রজ্ঞানে পারদর্শী মণ্ডল পরিবারের একমাত্র কন্যা । চণ্ডীপাঠেও একইভাবে দক্ষ সুলতা ।

আরও পড়ুন: গড়েন মায়ের মূর্তি, আরাধনাও করেন নিজেই; এই কাহিনী শিল্পী নবজ্যোতির

ছোট থেকে পুজো অর্চনায় মন সুলতার । তখন থেকেই শুরু শাস্ত্রচর্চা । বাংলা ও শিক্ষাবিজ্ঞানে স্নাতকোত্তর করে বিএড এবং এমএ পাশ করেছেন সুলতা । এখন তাঁর জেলার একটি স্কুলে অতিথি শিক্ষিকা হিসেবে কর্মরত তিনি । শাস্ত্রচর্চা করে তিনি বিভিন্ন পূজা এবং হোম যজ্ঞের নিয়ম-কানুন শিখেছেন । পরে অবশ্য অন্য পুরোহিতদের থেকেও হাতে-কলমে এই বিদ্যা রপ্ত করেছেন মণ্ডল পরিবারের একমাত্র কন্যা ।

প্রথমে সরস্বতী পুজো দিয়ে বারোয়ারি পুজোয় হাতে খড়ি সুলতার । এরপর একাধিক দুর্গাপুজো ও কালীপুজোর পাশাপাশি বিয়ের মতো সামাজিক কাজেও পৌরহিত্য করেছেন তিনি । এবার আরও বড় দায়িত্ব এসে পড়েছে সুলতার কাঁধে । পুঙ্খানপুঙ্খভাবে নিয়ম মেনে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে চান সুলতা ।

Last Updated :Sep 23, 2022, 7:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.