ETV Bharat / state

বিধিনিষেধ সফল করতে বুনিয়াদপুরের রাস্তায় ডেপুটি ম্যাজিস্ট্রেট

author img

By

Published : May 16, 2021, 7:20 PM IST

রবিবার কার্যত লকডাউনের প্রথমদিন বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকার তিন মাথা মোড়ে মোতায়েন হয় বংশীহারি থানার পুলিশ । সকাল থেকে বুনিয়াদপুর পুরসভার বিভিন্ন জায়গায় বাজার বন্ধ করে দেয় বংশীহারি থানার পুলিশ । এদিন বেলা সাড়ে 11 টা নাগাদ বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে পৌঁছান গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ।

বুনিয়াদপুরের রাস্তায় নামলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট
বুনিয়াদপুরের রাস্তায় নামলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট

বংশীহারি, 16 মে : করোনা প্রকোপ ঠেকাতে রাস্তায় নামল মহকুমা প্রশাসন । শনিবার সরকারের বাড়তি বিধিনিষেধ ঘোষণার পর তৎপর হয় প্রশাসনের কর্তারা । প্রতিদিনের মতো বুনিয়াদপুর সদর বাজার সকাল থেকে খোলা ছিল । বেলা 10:30 নাগাদ বংশীহারি থানার পুলিশ গিয়ে বাজার বন্ধ করে । বুনিয়াদপুর তিন মাথার মোড় ছিল জনশূন্য । দোকানপাট ছিল বন্ধ । অতিরিক্ত বিধি-নিষেধ যেন সবাই মেনে চলে তার জন্য রাস্তায় নেমে পর্যবেক্ষণ করলেন মহকুমা দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল।

রবিবার কার্যত লকডাউনের প্রথমদিন বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকার তিন মাথা মোড়ে মোতায়েন হয় বংশীহারি থানার পুলিশ । সকাল থেকে বুনিয়াদপুর পুরসভার বিভিন্ন জায়গায় বাজার বন্ধ করে দেয় বংশীহারি থানার পুলিশ । এদিন বেলা সাড়ে 11 টা নাগাদ বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে পৌঁছান গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট । বাইক থেকে শুরু করে সকল যানবাহন দাঁড় করিয়ে তাদের পরিচয় পত্র এবং উপযুক্ত নথি পরীক্ষা করেন । তবে নিয়মভঙ্গের জন্য কাউকে আটক করা হয়নি ।

বুনিয়াদপুরের রাস্তায় নামলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট

আরও পড়ুন : টিকাপ্রাপ্ত কোভিড আক্রান্তদের মাত্র 0.06 শতাংশকে ভর্তি করতে হয় হাসপাতালে : রিপোর্ট

এই বিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল বলেন, ‘‘ সকাল থেকে লকডাউন সফল করতে গঙ্গারামপুর মহকুমা এলাকার পুলিশ প্রশাসন সহ আমি নিজে দাঁড়িয়ে রাস্তায় চলা সমস্ত গাড়ির কাগজপত্র খতিয়ে দেখি ৷’’

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.