সরকারি নির্দেশকে অমান্য করে বালুরঘাটে চালু স্কুল

author img

By

Published : Jul 28, 2021, 10:42 PM IST

Balurghat

করোনা সংক্রমণের মধ্যেই আজ থেকে খুলল বালুরঘাট অভিযাত্রী শিশু বিদ্যানিকেতন স্কুল ৷ করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশকে অমান্য করে স্কুল খোলার বিষয়ে উঠছে নানা প্রশ্ন ৷

বালুরঘাট, 28 জুলাই : করোনা সংক্রমণের কারণে গত দেড় বছরের কাছাকাছি বন্ধ রয়েছে স্কুল ৷ অথচ করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশকে অমান্য করে স্কুল খুলে চলছে পঠন-পাঠন । বুধবার থেকে বালুরঘাট অভিযাত্রী শিশু বিদ্যানিকেতন স্কুল খুলে গিয়েছে । যেখানে রাজ্য সরকার সমস্ত স্কুল বন্ধ রাখতে বলেছে সেখানে কীভাবে এই স্কুল খুলল তা নিয়ে শহরবাসীর মধ্যে উঠছে প্রশ্ন ।

2020 সালে সারা বিশ্বে করোনা প্রকোপ বাড়তেই বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ । এরপর কোভিডের প্রকোপ কিছুটা কমায় সংক্রমিত এলাকাগুলিকে চিহ্নিত করে তৈরি করা হয় কনটেন্টমেন্ট জোন । রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি স্বাস্থ্যবিধি মেনে খোলে বাজার-দোকান । এমনকি শিক্ষাক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মেনে খোলা হয় স্কুলগুলি । কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় পুনরায় স্কুল বন্ধের নির্দেশ দেয় রাজ্য সরকার । বিজ্ঞানীদের মতে, করোনার দ্বিতীয় ঢেউ শেষে আসতে চলেছে তৃতীয় ঢেউ । এই তৃতীয় ঢেউয়ের সংক্রমণ শিশুদের উপর প্রভাব ফেলবে বলে মতপ্রকাশ করেছেন বিশেষজ্ঞরা । সেই মূহুর্তে সরকারি নির্দেশকে অমান্য করে বালুরঘাটে অভিযাত্রী শিশু বিদ্যানিকেতন খোলায় উঠছে প্রশ্ন । বিদ্যালয় খোলা হয়েছে তা নিয়ে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন ।

আরও পড়ুন: 70 পেরোলেও সকাল হলেই ঝাড়ুু হাতে রায়গঞ্জের রাস্তায় নামেন রামানন্দ

যদিও স্কুলের প্রধান শিক্ষিকা রুপালি সাহা জানিয়েছেন, অভিভাবকরা অনুরোধ করে যে বাচ্চারা বাড়িতে পড়াশোনা করেছে না, সেই জন্য স্কুল খোলা হোক । তাই আমরা অভিভাবকদের অনুমতি নিয়ে স্কুল খুলেছি । আজকে নার্সারি ও পিপি ওয়ান ছাত্র-ছাত্রীদের মোট মিলিয়ে প্রায় 10 জন এসেছে ।

সরকারি নির্দেশকে অমান্য করে বালুরঘাটে স্কুলে চলছে পঠন-পাঠন

এই বিষয়ে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক আয়েশা রানি জানান, "আমি অভিযোগ শোনা মাত্রই নির্দিষ্ট দফতরের আধিকারিককে জানিয়েছি । শীঘ্রই ওই স্কুল বন্ধ করা হবে । কেন তারা স্কুল খুলেছে, সেবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.