ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় দক্ষিণ দিনাজপুরের প্রতিটি ব্লকে থাকছে কন্ট্রোল রুম

author img

By

Published : May 19, 2020, 8:18 AM IST

ইতিমধ্যেই জেলার কুশমণ্ডি ব্লকের তিনজন কোরোনায় আক্রান্ত । আরও তৎপর হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ৷ জেলা স্তরের কন্ট্রোল রুম থাকলেও ব্লকস্তরেও খোলা হচ্ছে কন্ট্রোল রুম ।

dinajpur
dinajpur

বালুরঘাট, 19 মে : বিভ্রান্তি রুখতে ও পরিযায়ী শ্রমিকদের পাশে থাকতে এবার জেলার আটটি ব্লকেই কন্ট্রোল রুম খুলতে চলছে প্রশাসন । পাশাপাশি প্রত্যেক পরিযায়ী শ্রমিকের সোয়াব টেস্টের সিদ্ধান্তও নিয়েছে জেলা প্রশাসন । ভিনরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের কোয়ারানটিন সেন্টারের পাশাপাশি ইনফর্মাল হোম কোয়ারানটিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । গতকাল দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সভাপতি অর্পিতা ঘোষ ।

লকডাউনের কারণে ভিনরাজ্যে জেলার বহু শ্রমিক আটকে ছিলেন । বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো হচ্ছে । লকডাউনে প্রায় সাড়ে সাত হাজার পরিযায়ী শ্রমিক জেলায় ফিরেছেন বলে প্রশাসন সূত্রে খবর । এখনও প্রতিদিনই বহু পরিযায়ী শ্রমিক জেলায় ঢুকছেন । কেউ রেললাইন বা রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছেন, তো কেউ গাড়ি বা বাসে।

এদিকে জেলার কুশমণ্ডি ব্লকের তিনজন কোরোনায় আক্রান্ত । তারপর থেকে আরও তৎপর হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ৷ জেলা স্তরের কন্ট্রোল রুম থাকলেও, ব্লক স্তরেও খোলা হচ্ছে কন্ট্রোল রুম । জেলা স্তরের কন্ট্রোল রুম থেকে সব সময় প্রত্যন্ত এলাকার মানুষ ফোন করে সমস্যার সমাধান জানাতে পারছেন না । তাই এবার জেলার আটটি ব্লকেই খোলা হচ্ছে কন্ট্রোল রুম । এছাড়াও প্রত্যেক পরিযায়ী শ্রমিকের সোয়াব টেস্ট ও তাঁদের রাখার জন্য ইনফর্মাল হোম কোয়ারানটিনের ব্যবস্থা করা হচ্ছে । জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে অস্থায়ীভাবে এই ইনফর্মাল হোম কোয়ারানটিন সেন্টার খোলা হবে ।

এই বিষয়ে অর্পিতা ঘোষ জানান, কোরোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ করা হবে । বৈঠকে সেই বিষয়ে আলোচনা করা হয় । এইবার ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হচ্ছে । যা IC অথবা OC, BMOH এবং BDO মনিটরিং করবেন । পাশাপাশি ভিনরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের সোয়াব টেস্ট করা হবে । তাঁদের কোয়ারানটিন সেন্টারের পাশাপাশি ইনফর্মাল হোম কোয়ারানটিনে রাখা হবে ।

দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক নিখিল নির্মল বলেন, “ আমাদের জেলাতে ইতিমধ্যেই দু'মাস ধরে কন্ট্রোল রুম কাজ করছে । যেহেতু আমাদের জেলায় পরিযায়ী শ্রমিকদের গতিবিধি বাড়ছে, তাই ব্লক স্তরেও কন্ট্রোল রুম খোলা হল । ব্লক স্তরের কন্ট্রোল রুম জেলা স্তরের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখবে । প্রতিটি ব্লকের জয়েন্ট BDO এই কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.