CID Raid: গাজোলের মাছ ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে সিআইডি হানা

author img

By

Published : Sep 6, 2022, 10:58 PM IST

ETV Bharat

গত রবিবার মালদহের গাজোলে মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে সিআইডির তদন্তকারীরা উদ্ধার হয়েছিল 1 কোটি 39 লক্ষ টাকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তার আত্মীয় ওম গুপ্তার বাড়ি হানা দিল সিআইডি (CID Raid Fish Businessmans Relatives House) ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ল্যাপটপ উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে ৷

গঙ্গারামপুর, 6 সেপ্টেম্বর: গত রবিবারই গাজোলে মাছ ব্যবসায়ী বাড়িতে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার হয়ছে ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাদক যোগ সন্দেহে তাঁরই ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে হানা দিল সিআইডি ৷ মঙ্গলবার ওই মাছ ব্যবসায়ীর আত্মীয় ওম গুপ্তার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাড়িতে হানা দেয় সিআইডির বিশেষ তদন্তকারী দল (CID Raid Fish Businessmans Relatives House in Dakshin Dinajpur) ৷ এদিন গুরুত্বপূর্ণ নথিপত্র-সহ একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে তাঁরা ৷

গঙ্গারামপুর পুলিশ সুত্রে খবর, মালদা গাজলে এক মাছ ব্যবসায়ীর থেকে 1 কোটি 39 লক্ষ 3 হাজার টাকা উদ্ধার করেছিল সিআইডি । তাঁকে জিজ্ঞাসবাদ করতেই উঠে আসে ওম গুপ্তার নাম ৷ সেই সূত্র ধরে মাদক পাচার কাণ্ডে অভিযুক্ত গঙ্গারামপুরের বাসিন্দা ওম গুপ্তার বাড়িতে হানা দিল সিআইডি । মঙ্গলবার গঙ্গারামপুর বড়বাজার এলাকায় ওম গুপ্তার বাড়িতে আসে সিআইডি-র 5 সদস্যের এক প্রতিনিধি দল হানা দেয় । প্রসঙ্গত মাদক পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গঙ্গারামপুর বড়বাজার এলাকার বাসিন্দা ওম গুপ্তাকে গ্রেফতার করেছিল এনসিবি । এই ঘটনার পর চলতি মাসের 4 তারিখে ওম গুপ্তার ভগ্নিপতি তথা গাজলের মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় । প্রাথমিক তদন্তে উঠে আসে ওম গুপ্তার নাম ৷ তদন্তের স্বার্থেই এদিন তাঁর বাড়িতও হানা দেয় সিআইডি ৷

আরও পড়ুন: গাজোলে ধৃত মাছ ব্যবসায়ীর 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ আদালতের

এই প্রসঙ্গেই সিআইডি আধিকারিক কৃষ্ণ বেরা জানান, মালদা জেলার গাজলে বেশ কয়েকদিন আগে রবিবার অর্থাৎ 5 সেপ্টেম্বর মালদার গাজোলে মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে সিআইডির তদন্তকারীরা 1 কোটি 39 লক্ষ টাকা উদ্ধার করেছিল । গ্রেফতার করা হয়েছিল মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহাকে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের পরেই উঠে এসেছে ওম গুপ্তার নাম ৷ সমস্ত ঘটনার তদন্ত চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.