ETV Bharat / state

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বসেছিলেন প্রতিবাদে, জামিনে মুক্ত 4 চাকরিপ্রার্থী

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 11:13 PM IST

Updated : Dec 26, 2023, 8:52 AM IST

Upper Primary Job Seekers: জেলে কাটালেন তিন দিন । গত 22 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয় বিক্ষোভরত চাকরি প্রার্থীদের । আইনি জট কাটিয়ে সোমবার জামিনে মুক্ত চারজন।

Upper Primary Job Seekers
Upper Primary Job Seekers

জামিনে মুক্ত 4 চাকরিপ্রার্থী

কলকাতা, 25 ডিসেম্বর: টানা তিন দিন জেলে কাটিয়ে জামিনে মুক্ত চার আপার প্রাইমারি চাকরিপ্রার্থী । যাঁদের গ্রেফতার করা হয়েছিল ডিসেম্বরের 22 তারিখ ৷ গ্রেফতারের সংখ্যা যদিও মোট 59 জন ৷ এর মধ্যে 55 জন মহিলা ও চার পুরুষ চাকরিপ্রার্থী । 55 জন মহিলাকে আগেই ছেড়ে দেওয়া হয় ৷ সোমবার সেই চার জন পুরুষ চাকরিপ্রার্থীকে জামিনে মুক্ত করা হলো ।

সেদিন আন্দোলনের আঁচ গড়িয়েছিল মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত। ডিসেম্বরের 22 তারিখ, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে বিক্ষোভে নেমেছিলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা । পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শেষে গ্রেফতার করা হয়েছিল মোট 59 জনকে । দ্রুত নিয়োগের দাবিতে, মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলে ৷ 22 তারিখ পুলিশ এসে বিক্ষোভ কর্মসূচি বন্ধ করতে উদ্যত হয় ৷ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের চ্যাংদোলা করে, টানতে টানতে নিয়ে যাওয়া হয় পুলিশ ভ্যানে। অশান্তকর পরিস্থিতি তৈরি হয় সেদিন।

দাবি, অবিলম্বে দ্রুত ও স্বচ্ছ নিয়োগ করা হোক । চাকরি দেওয়া হোক স্বচ্ছতার সঙ্গে। মেধাতালিকার উপর ভিত্তি করে দ্রুত নিয়োগ হোক। এছাড়াও মুখ্যমন্ত্রীর কাছে চাকরিপ্রার্থীদের মূল দাবি, স্বচ্ছ নিয়োগ হোক। তাঁদের যেন আর রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করতে না হয়। চাকরিপ্রার্থীদের হাতে ছিল মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পোস্টার।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় দণ্ডবিধি 351,186,149, 283,188 এবং 341 ধারায় মামলা দায়ের করা হয় ৷ আগেই 55 জন মহিলাকে জামিন দেওয়া হয় 2000 টাকার বেল বন্ডে ৷ পুরুষদের 25 শে ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত হয় ৷ আজ এই চারজনকে আলিপুর আদালতে তোলা হলে তাদের দু 'হাজার টাকার বেলবন্ডে জামিন দেওয়া হয় । শর্ত, ভিআইপি জোনের তারা আর আসতে পারবে না। আগামী 30 ডিসেম্বর এই চাকরি প্রার্তীদের আলিপুর আদালতে হাজিরা দিতে হবে ।

আরও পড়ুন:

  1. 'চাকরি বাতিলের বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের অবস্থান স্পষ্ট নয়', ফের রিপোর্ট তলব হাইকোর্টের
  2. নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিলের বিষয়ে এসএসসি-র আচরণে বিরক্ত হাইকোর্ট
  3. বড়দিনে ডাকাতদলের হানা চাঁচলে, কোটি টাকার সোনার গয়না সাফ করে চম্পট দিল দুষ্কৃতীরা
Last Updated : Dec 26, 2023, 8:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.