ETV Bharat / state

Cyclone Sitrang: শক্তি বাড়িয়ে এগোচ্ছে সিত্রাং, সাগরদ্বীপ থেকে 300 কিমি দূরে এখন অবস্থান

author img

By

Published : Oct 24, 2022, 4:10 PM IST

সিত্রাংয়ের প্রভাবে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত ৷ সোমবার রাত থেকেই ঝড়-বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (updates on Cyclone Sitrang) ৷

ETV Bharat
Cyclone Sitrang

আলিপুর, 24 অক্টোবর: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পরিণত হয়েছে (Cyclone Sitrang) ৷ রবিবার রাত থেকেই এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি । কালীপুজোর সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে । মৌসম ভবন জানিয়েছে, ধীরে ধীরে যত উপকূলের দিকে এগিয়ে আসবে এই ঘূর্ণিঝড় ততই বাড়বে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার তীব্রতা ।

মৌসম ভবন জানিয়েছে, সোমবার রাত থেকেই এই ঘূর্ণিঝড়ের তীব্রতা প্রতি ঘণ্টায় 90 থেকে 100 কিলোমিটার হবে ৷ মঙ্গলবার ঝড়ের বেগ আরও কিছুটা বাড়বে ৷ মূলত দক্ষিণ 24 পরগনাতেই এত বেগে হাওয়া বইবে ৷ সিত্রাংয়ের প্রভাবে এরাজ্যের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে । ওড়িশাতেও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে । আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে সাগরদ্বীপ থেকে 300 কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের বরিশাল থেকে 390 কিলোমিটার দূরে অবস্থান করছে সিত্রাং (updates on Cyclone Sitrang) । ঘণ্টার 31 কিলোমিটার বেগে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় ৷

ETV Bharat
সিত্রাংয়ের প্রভাব কোথায় কোথায় ? দেখে নিন হাওয়া অফিসের দেওয়া তথ্য

এই ঘূর্ণিঝড়ের বেশি প্রভাব পড়তে পারে ওড়িশার উত্তর উপকূল, পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের দক্ষিণ উপকূলে ৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং বঙ্গোপসাগরে উত্তর-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে গতিপথ পরিবর্তন করার পর, মঙ্গলবার ভোরে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা দ্বীপ এর কাছে আছড়ে পড়ার আগে উত্তর বঙ্গোপসাগরে পৌঁছবে । এর ফলে বুধবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার উপকূলীয় জেলাগুলিতে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: সিত্রাং মোকাবিলায় একাধিক প্রস্তুতি পরিবহণ দফতরের, খোলা হয়েছে কন্ট্রোল রুম

ইতিমধ্যেই এই বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ায় সোমবার থেকে দক্ষিণ 24 পরগনায় ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ৷ পাশাপাশি, মৎস্যজীবীদেরকে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে ৷ তাঁদের গভীর সমুদ্র থেকে বন্দরে ফিরে আসার জন্য মাইকিং চালানো হচ্ছে । বিপর্যয় মোকাবিলার জন্য ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার উপকূল অংশে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পাঠানো হয়েছে ৷ গঙ্গাসাগর, কাকদ্বীপ, গোসাবা ও নামখানাতে মোতায়ন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী । ব্লক প্রশাসনের তরফেও দুর্যোগ মোকাবিলা দফতরের বাহিনীকে তৈরি রাখা হয়েছে ।

ঘণ্টার 31 কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং

সোমবার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে । দক্ষিণ 24 পরগনার একাধিক নদী ক্রমে অশান্ত হতে শুরু করেছে (Sitrang casuses heavy rain in South Bengal) ৷ আজ ও আগামিকাল কলকাতা, হাওড়া এবং হুগলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলায় ভারি বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস৷ জেলায় জেলায় 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে৷ কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে । এমনিতেই অমাবস্যায় সমুদ্রে জোয়ারের প্রাবল্য রয়েছে । এরপর ঘূর্ণিঝড় আসায় নিচু এলাকাগুলি সমুদ্রের জলে প্লাবিত হতে পারে এই আশঙ্কাও রয়েছে৷ সিত্রাংয়ের ল্যান্ডফলের সময় ঘণ্টায় 100 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে উপকূলীয় এলাকায় । বাঁধ ও রাস্তাঘাট, বিদ্যুৎ ও যোগাযোগ লাইন বিঘ্নিত হতে পারে এবং কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.