ETV Bharat / state

Panchayat Elections 2023: তালিকায় নাম নেই, বারুইপুরে ভোট দিতে পারলেন না তৃণমূল বিধায়ক

author img

By

Published : Jul 8, 2023, 2:43 PM IST

Bengal Panchayat Polls
বারুইপুরের তৃণমূল বিধায়ক বিভাস সরদার

ভোটার তালিকায় নাম নেই স্বয়ং তৃণমূল বিধায়কের ৷ যার জেরে ভোট দিতে পারলেন না বিভাস সরদার ৷ বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন তিনি ৷

বারুইপুরে ভোট দিতে পারলেন না তৃণমূল বিধায়ক

বারুইপুর, 8 জুলাই: একদিকে যখন শাসকদল তৃণমূলের বিরুদ্ধে উঠছে পরপর ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ, তখনই পঞ্চায়েত ভোট দিতে পারলেন না স্বয়ং বারুইপুরের তৃণমূল বিধায়ক বিভাস সরদার ৷ অভিযোগ, চক্রান্ত করেই ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে ।

এই বিষয়ে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার বলেন, "অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা । আমি এই বুথের ভোটার ৷ কিন্তু ভোট দিতে এসে দেখি ভোটার তালিকায় আমার নাম নেই । বিডিও অফিসের আধিকারিকদের গাফিলতির জেরে এই ঘটনা ঘটেছে । সম্পূর্ণ ঘটনায় বিজেপি ও সিপিএমের মদত রয়েছে । সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত । আপনারা দেখুন, কীভাবে তৃণমূলের বিধায়ককে ভোটদানের ক্ষেত্রে বাধা দিচ্ছে বিরোধীরা ।"

অন্যদিকে, বারুইপুর ব্লকের অন্তর্গত রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন চোঙ্গ গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভোটের দায়িত্বে রয়েছেন একজন মাত্র পুলিশ আধিকারিক । দুটো বুথে প্রচুর মানুষের লাইন দেখা গিয়েছে । তাদের সামলাতে নাজেহাল অবস্থা পুলিশ কর্মীর । ভোটারদের অভিযোগ, যে যার মতো বুথে ঢুকে পড়ছে ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে সেই 'মৃত্যু-উপত্যকা' বাংলা, রাজ্যজুড়ে মৃত 9, জখম বহু

আর এই বুথেরই ভোটার বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সরদার । 144 ও 145 এই দুটি বুথ রয়েছে । শনিবার সেই বুথেই ভোট দিতে আসেন বিধায়ক বিভাস সরদার । এসে দেখেন ভোটার তালিকায় তাঁর নাম নেই । এরপরেই বিধায়ক অভিযোগ করেন, বিডিও অফিসের কর্মীরা বিজেপির সঙ্গে আঁতাত করে ভোটার তালিকা থেকে তাঁর নাম কেটে দিয়েছে । তিনি বলেন, "দুর্ভাগ্য, আমি বুথে এলেও ভোট দিতে পারলাম না ৷"

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটকে ঘিরে সকাল থেকেই সন্ত্রাস ও মৃত্যুর ছবি ধরা পড়েছে বিভিন্ন দিকে ৷ দক্ষিণ 24 পরগনার বাসন্তী, ভাঙড় ও ক্যানিং উত্তপ্ত হয়ে উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.