ETV Bharat / state

বিধ্বংসী অগ্নিকাণ্ডে কাকদ্বীপে ভস্মীভূত 3টি দোকান, আগুনের গ্রাসে একটি বাড়িও

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 9:49 AM IST

Updated : Nov 29, 2023, 2:23 PM IST

Etv Bharat
Etv Bharat

Fire in South 24 Parganas: আগুনে পুড়ে ছাই তিনটি দোকানঘর ও একটি বাড়ি ৷ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহাত হয়নি ৷ সিলিন্ডার বিষ্ফোরণের জেরেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের আধিকারিকদের ৷

কাকদ্বীপে ভস্মীভূত 3টি দোকান

কাকদ্বীপ, 29 নভেম্বর: আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি-সহ তিনটি দোকানঘর। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ 24 পরগনার হারুড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত কালিনগর এলাকায় । বেশ কয়েকঘণ্টার প্রচেষ্টায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহাত হয়নি ৷

জানা গিয়েছে, স্থানীয় একটি মাঠে রাস মেলা চলছিল ৷ মেলার ভিড়ের মধ্যে থেকেই কয়েকজন গ্রামবাসীর চোখে পড়ে আগুন লাগার ঘটনাটি ৷ প্রথমে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন ৷ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দমকলে খবর দেন তারা ৷ দমকলের একটি ইঞ্জিন কয়েকঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ যদিও দমকল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় তিনটি দোকান ও একটি বসতবাড়ি। কোনও দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের আধিকারিকদের ৷

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন কাকদ্বীপ বিধানসভায় বিধায়ক মন্টুরাম পাখিরা ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত মাইতি। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সব রকমের আশ্বাস দিয়েছেন তিনি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক দেবতী দাস বলেন, "রাস মেলা উপলক্ষ্যে স্থানীয় একটি মাঠে অনুষ্ঠান হচ্ছিল ৷ সেই অনুষ্ঠানে দেখতে গিয়েছিল এই এলাকার অধিকাংশ মানুষজন। স্থানীয় একজন জানায় কালিনগর এলাকায় একটি দোকানে আগুন লেগে গিয়েছে। এরপর তড়িঘড়ি ছুটে গিয়ে দেখি তিনটি দোকান ও আমার বসতবাড়ি সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে গিয়েছে। এলাকাবাসীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। এরপর তড়িঘড়ি দমকল খবর দেওয়া হয় ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণ আনে ।"

আরও পড়ুন:

  1. গুয়াহাটির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, পুড়ে খাক লক্ষাধিক টাকার জিনিস
  2. খুনের পর 400 টুকরো দেহ, প্রায় দু'মাস পর যুবকের রহস্যমৃত্যুর কিনারা গোয়ালিয়রে
  3. মুম্বইয়ের 24 তলার আবাসনে আগুন, 135 জনকে উদ্ধার দমকলের
Last Updated :Nov 29, 2023, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.