গুয়াহাটির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, পুড়ে খাক লক্ষাধিক টাকার জিনিস

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 1:13 PM IST

thumbnail

Fire in Guwahati Kamikaze Restaurant: গুয়াহাটির কামিকেজ রেস্তোরাঁয় আগুন ৷ পর্যটকদের কাছে এই জনপ্রিয় ভাসমান রেস্তোরাঁ কাম বারে রবিবার রাতে আগুন লাগে ৷ ফেন্সি বাজারের কাছে লাছিত ঘাটে অবস্থিত ব্রহ্মপুত্রের উপর ভাসমান এই রেস্তোরাঁ ৷ হতাহতের কোনও খবর না থাকলেও কয়েক লাখ টাকার সম্পত্তি পুড়ে নষ্ট হয়ে গিয়েছে ৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ গুয়াহাটির প্রাণ-কেন্দ্র ফ্যান্সি বাজার । আর সেখানকার রেস্তোরাঁতে আগুন লাগায় বেস চাঞ্চল্য ছড়ায়।  

কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি ৷ রেস্তোরাঁটি সংস্কারের জন্য গত 6 মাস ধরে বন্ধ ছিল ৷ সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে চলছিল ৷ এক মাস পরই তা জনসাধারণের জন্য খুলে দেওয়ার কথা ছিল ৷ কিন্তু তার আগেই আগুন লাগার ফলে ভস্মীভূত হয়ে গেল গুয়াহাটিবাসী ও পর্যটকদের সাধের কামিকেজ ৷ গুয়াহাটির    

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.