ETV Bharat / state

Campaign Against Superstition : সাপে কাটা বালিকাকে নদীতে ভাসাল পরিবার, কুসংস্কার থেকে বাঁচাতে সাগরে প্রশাসনিক উদ্যোগ

author img

By

Published : Jun 3, 2022, 7:45 PM IST

Sagar community development block News
কুসংস্কার হাত থেকে বাঁচাতে এবার উদ্যোগী হল ব্লক প্রশাসন

দক্ষিণ 24 পরগনায় সুন্দরবনের সাগর ব্লকের মৃত্যুঞ্জয় নগরে বিষধর সর্প দংশনে মৃত্যু হয় 8 বছরের শ্রাবণী মালাকারের (Girl Dies Of Snake Bite in Sagar) । রিবারের লোকজন শ্রাবণীকে প্রথমে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যান । ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা জানাচ্ছে সাগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা ।

সাগর, 3 জুন : একুশ শতকে পৌঁছেও কুসংস্কারের অন্ধকারাচ্ছন্ন সাগরদ্বীপ । সাপে কাটা রোগীকে চিকিৎসা কেন্দ্রে না নিয়ে গিয়ে গ্রাম বাংলার মানুষ এখনও ভরসা রাখে ওঝার উপর । সম্প্রতি বুধবার, দক্ষিণ 24 পরগনায় সুন্দরবনের সাগর ব্লকের মৃত্যুঞ্জয় নগরে বিষধর সাপের দংশনে মৃত্যু হয় 8 বছরের শ্রাবণী মালাকারের (Girl Dies Of Snake Bite in Sagar)। স্থানীয় সূত্রে খবর, পরিবারের লোকজন শ্রাবণীকে প্রথমে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যান ।

পরে অবস্থার বেগতিক বুঝলে সাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন পরিবারের লোকজনের । কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, ছোট্ট শ্রাবণীকে বাঁচানো সম্ভব হয়নি । এরপর পরিবারের লোকজন শ্রাবণীর দেহ সৎকার না করে পৌরাণিক কাহিনির ওপর আস্থা রেখে ভেলায় করে মুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেয় মৃতদেহ । সাগরদ্বীপবাসীকে এই ধরনের কুসংস্কারের হাত থেকে রক্ষা করতে এগিয়ে এল সুন্দরবন পুলিশ জেলার পুলিশ ও সাগর ব্লক প্রশাসন । বৃহস্পতিবার বিকেল থেকেই কুসংস্কারের হাত থেকে সাগরদ্বীপের বাসিন্দাদের বাঁচাতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা জানাচ্ছেন সাগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা (Sagar community development block against superstition) ।

মাইকিং করে কুসংস্কারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন সাগর ব্লক স্বাস্থ্য কর্মীরা

আরও পড়ুন : সাপে কাটাকে নিয়ে ওঝার বাড়ি, দেগঙ্গায় কুসংস্কারের বলি ব্যক্তি

সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল বলেন, "একুশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনও সাগরের বিভিন্ন প্রান্তে চলে আসছে কুসংস্কার । সাধারণ মানুষ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার আগে পৌঁছে যায় ওঝা ও গুনিনের কাছে । আমরা চাই, কোনও অসুবিধা হলেই তাঁরা যেন দ্রুত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান চিকিৎসার জন্য । যদি শ্রাবণী সঠিক সময়ে চিকিৎসা পেত তাহলে দ্রুত সুস্থ হয়ে যেত । শ্রাবণীর মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে কুসংস্কার ভরসা করলে ক্ষতি হয় । আমরা সাগরদ্বীপের বিভিন্ন এলাকায় কুসংস্কারের বিরুদ্ধে বাসিন্দাদের সচেতন করতে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.