কালনা, 18 মে: বিধ্বংসী আগুনে ভষ্মীভূত হয়ে গেল তিন তলা বাড়ির একাংশ । শনিবার সকালে কালনা পৌরসভার 14 নং ওয়ার্ডের বালির বাজার এলাকার ঘটনা ৷ বসত বাড়িতে আগুন লাগার খবর নিমেষে ছড়িয়ে পরে ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসে 3টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু করে আগুন নেভানোর কাজ ৷ জানালার গ্রিল কেটে উদ্ধার করা বাড়ির মালিক আপেল মিঞা। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে । তবে কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালি বাজার এলাকার ওই বাড়িতে আপেল মিঞার একটি জুতোর গোডাউন আছে। স্থানীয় বাসিন্দারা প্রথম আগুন লাগার ঘটনাটি দেখতে পান ৷ তাঁরাই খবর দেন দমকলে ৷ বাড়ির বাসিন্দাদের ডাকাডাকি শুরু করেন। স্থানীয়দের ডাকাডাকিতে আপেল মিঞার স্ত্রী ও মেয়ে বাইরে বেরিয়ে আসেন। কিন্তু তিন তলায় আটকে পড়েন আপেল মিঞা ৷ দকমল ও পুলিশ এসে জানালার গ্রিল ভেঙে তাঁকে উদ্ধার করেন ৷ ওই বাড়ির ছাদে একটা মোবাইল ফোনের টাওয়ার বসানো আছে ৷ ফলে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত ৷ যদিও সময় মতো দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি ৷
ঘটনা প্রসঙ্গেই এক স্থানীয় বাসিন্দা বলেন, "ভয়ংকর আগুন লেগেছে। সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ওই বাড়িতে জুতোর গোডাউন আছে এছাড়া ছাদে একটা টাওয়ার আছে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।" আরও এক স্থানীয় বাসিন্দা সোমনাথ পন্ডিত বলেন, "সকালের দিকে আপেল মিঞার জুতোর দোকানে আগুন লাগে। সেখানে থেকে আগুন লাগে । কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি । তিন তলা ওই বাড়িতে জুতোর গোডাউন থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।"
আরও পড়ুন: