ETV Bharat / state

Sunderban : কাঁকড়া ধরতে গিয়ে ফের সুন্দরবনে বাঘের খপ্পরে মৎস্যজীবী

author img

By

Published : Nov 20, 2021, 11:49 AM IST

বাবা-ছেলের রুজি রোজগার কাঁকড়া ধরা ৷ তাই গিয়েছিলেন সুন্দরবনের গভীর ঝিলা জঙ্গলে ৷ কিন্তু বাঘ টেনে নিয়ে গেল বাবাকে, ছেলের সামনেই ৷

মৎস্যজীবী হাজারী মণ্ডল
মৎস্যজীবী হাজারী মণ্ডল

গোসাবা 20 নভেম্বর : ফের বাঘের গ্রাসে । এবার ছেলের চোখের সামনে থেকে বাবাকে তুলে নিয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার । শুক্রবার নদীতে কাঁকড়া ধরার সময় আচমকা এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে প্রত্যন্ত সুন্দরবনের ঝিলা জঙ্গলে ৷ নিখোঁজ ওই মৎস্যজীবীর নাম হাজারী মণ্ডল (69) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসাবা ব্লকের লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের চরঘেরির বাসিন্দা হাজারী মণ্ডল । শুক্রবার সকালে ছেলে চিত্ত মণ্ডল ও প্রতিবেশী সুভাষ মণ্ডলকে সঙ্গে নিয়ে কাঁকড়া ধরতে সুন্দরবন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৷ নৌকা জঙ্গল লাগোয়া নদীখাঁড়িতে নোঙর করে ঝিলা জঙ্গলের খাঁড়িতে কাঁকড়া ধরছিলেন ।

হঠাৎ সুন্দরবনের জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে এবং অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে হাজারী মণ্ডলের উপর । থাবা বসিয়ে টানতে টানতে সুন্দরবনের গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে । সঙ্গে সঙ্গে ওই মৎস্যজীবীকে বাঘের আক্রমণ থেকে উদ্ধার করতে লাঠি আর কাঁকড়া ধরার শিক নিয়ে বাঘের উপর ঝাঁপিয়ে পড়েন তাঁর ছেলে ও অন্য সঙ্গী । কিন্তু বাঘ তার শিকার ছাড়তে নারাজ । দীর্ঘক্ষণ চলে বাঘে-মানুষে লড়াই ৷

আরও পড়ুন : Sundarbans : লাঠি-বৈঠা নিয়ে লড়াই চালিয়ে বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন ধীবর

ভয়ঙ্কর মূর্তি ধারণ করে রয়্যাল বেঙ্গল টাইগার । আক্রান্ত মৎস্যজীবীর ছেলে ও তার সঙ্গীকে পাল্টা আক্রমণের চেষ্টা করে বাঘটি । বাঘের হিংস্র মূর্তির সামনে ভয় পেয়ে যান চিত্ত ও তাঁর সঙ্গী সুভাষ । বেগতিক বুঝে রণে ভঙ্গ দিতে বাধ্য হন তাঁরা । বাঘ তার শিকার নিয়ে গভীর জঙ্গলে চলে যায় । চোখের সামনে বাবার এমন মর্মান্তিক দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন ছেলে ও তার সঙ্গী । তাঁরা গ্রামে এসে সেই খবর জানাতে শোকের ছায়া নেমে আসে এলাকায় l

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.