ETV Bharat / state

Moushuni Island : জোয়ারের জলে প্লাবিত মৌসুনি, ভরা মরসুমে মাথায় হাত পর্যটন ব্যবসায়ীদের

author img

By

Published : May 17, 2022, 2:30 PM IST

Moushuni Island News
মৌসুনি দ্বীপ

অশনির আতঙ্ক কেটে গেলেও পূর্ণিমার ভরা কোটাল নিয়ে আগে থেকেই শঙ্কিত ছিল মৌসুনি দ্বীপের বাসিন্দারা (Moushuni Island) ৷ সেই আশঙ্কাই সত্যি হল ৷ পর্যটনের ভরা মরসুমে নদী বাঁধ ভেঙে জোয়ারের জল ঢুকে প্রায় তছনছ হয়ে গেল মৌসুনি দ্বীপ ৷ ক্ষতিগ্রস্ত কটেজ মালিকরা ৷

মৌসুনি, 17 মে : ঘূর্ণিঝড় তো দূর অস্ত, পূর্ণিমার ভরা কোটালে জোয়ারের জলে বাঁধ ভেঙে প্লাবিত মৌসুনি দ্বীপ (Mousuni Tourist Spot is Flooded in Tidal Waters) ৷ ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা ৷ জোয়ারের জলে ভেসে গিয়েছে কটেজগুলির একাংশ ৷ গ্রামে ঢুকেছে সমুদ্রের নোনা জল ৷ পর্যটনের এই ভরা মরসুমে মাথায় হাত কটেজ মালিকদের ৷

দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের অন্যতম পর্যটন কেন্দ্র হল মৌসুনি দ্বীপ । তীব্র গরমে বাঙালির বেছে নেওয়া সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি হল মৌসুনি ৷ ঘূর্ণিঝড় ও করোনার অভিশাপ কাটিয়ে পর্যটকদের আনাগোনায় স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল সে ৷ কিন্তু সোমবার পূর্ণিমার ভরা কোটালের জেরে জোয়ারের জলে ভেঙে গিয়েছে বাঁধ ৷ প্লাবিত হয়েছে কটেজ-সহ একাধিক এলাকা ৷

পূর্ণিমার ভরা কোটালে জোয়ারের জেরে প্লাবিত মৌসুনি দ্বীপ

ইতিমধ্যেই পুনরায় বাঁধ তৈরির কাজ শুরু হলেও জোয়ারের মুখে তা কতক্ষণ টিকবে সেটা নিয়েও সন্দিহান রয়েছে ৷ ভাটা পড়লে বাঁধ তৈরির কাজ শুরু হচ্ছে আর জোয়ার এলে ফের তা জলে ডুবে যাচ্ছে ৷ কিন্তু এভাবে আর ক'দিন ? সামনেই বর্ষা আসছে ৷ তার উপর ঘূর্ণিঝড়ের ফাঁড়া তো রয়েইছে ৷ এখন মৌসুনি দ্বীপকে বাঁচাতে গেলে দ্রুত চাই কংক্রিটের বাঁধ ৷ তাই পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের এখন একটাই দাবি, সরকারি তরফে তৈরি করে দেওয়া হোক পাকাপোক্ত কংক্রিটের বাঁধ ৷

আরও পড়ুন : High Tide : ভরা কোটলের জলে ভাঙল নদী বাঁধ, প্লাবিত চাষের জমি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.