High Tide : ভরা কোটলের জলে ভাঙল নদী বাঁধ, প্লাবিত চাষের জমি

By

Published : May 16, 2022, 12:01 PM IST

thumbnail

পূর্ণিমার ভরা কোটালের জলে নদীবাঁধ ভেঙে প্লাবিত গঙ্গাসাগর এলাকা ৷ সোমবার সকালে দক্ষিণ 24 পরগনার মহিষামারী গ্রামে হুগলি নদীর বাঁধ কোটালের জোয়ারের তোড়ে ভেঙে যায় । নদী বাঁধ ভেঙে এলাকায় প্রবেশ করতে শুরু করেছে সমুদ্রের নোনা জল (South 24 Parganas Flood)। চাষের জমিও নোনা জলে প্লাবিত হয়ে যাওয়ায় ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছে মহিষামারী গ্রামে কয়েকশো পরিবার । গ্রামবাসীদের অভিযোগ, আমফান, ইয়াসের মতো একের পর এক ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছিল মাটির এই নদী বাঁধ । স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও কোনও সুরাহা হয়নি ৷ আজ সকালে প্রায় দু’কিলোমিটার ভেঙে যায় নদী বাঁধ ৷ হরিপদ মন্ডল উপপ্রধান জানান, ইতিমধ্যে রাজ্য সরকারের সেচ দফতরে বহুবার আবেদন করেছি তাও কোনও সুরাহা হয়নি । পঞ্চায়েতের তরফ থেকে নদীবাঁধ সুরক্ষিত করার জন্য 100 দিনের কাজের মাধ্যমে বাঁধে মাটি ফেলেছি । কিন্তু হুগলি নদীর মোহনা থাকার কারণে মাটির নদীবাঁধ বারবার ভেঙে যায় । আমরা স্থায়ী নদী বাঁধের আবেদন জানিয়েছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.