ETV Bharat / state

Mousuni Island Tourism: নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত মৌসুনি পর্যটন, পুজোর মুখে মাথায় হাত ব্যবসায়ীদের

author img

By

Published : Sep 28, 2021, 8:08 PM IST

mousuni-island-tourism-badly-affected-due-to-heavy-rainfall-before-durga-puja
নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত মৌসুনি পর্যটন, পুজোর মুখে মাথায় হাত ব্যবসায়ীদের

নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত মৌসুনি দ্বীপের পর্যটন (Mousuni Island Tourism) ৷ যশ পরবর্তী পরিস্থিতিতে ফের হোম-স্টেগুলি সাজানো হচ্ছিল ৷ তবে বৃষ্টিতে আবার সব প্লাবিত ৷ তাই পুজোর মুখে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা ৷

নামখানা, 28 সেপ্টেম্বর: সপ্তাহান্তে কলকাতা থেকে কাছেপিঠে ভ্রমণের জন্য অনেক সময় নামখানা ব্লকের মৌসুনি দ্বীপকে (Mousuni Island Tourism) বেছে নেন পর্যটকরা । গত কয়েক বছরে বাঙালি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই দ্বীপের ইকো-টুরিজম সেন্টার এবং হোম-স্টে। তবে ঘূর্ণিঝড় যশ ও পূর্ণিমার কোটালে নদী ও সমুদ্রে ব্যাপক জলস্ফীতির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল হোম-স্টেগুলি। বেশ কয়েকমাস পর্যটক শূন্য হয়ে পড়ে মৌসুনি । পুজোর সময় পর্যটকদের টানতে নতুন করে হোম-স্টে ও ইকো টুরিজম সেন্টারগুলি মেরামতির কাজ শুরু হয় । কিন্তু গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে ফের সেগুলি তছনছ হয়ে গিয়েছে । ফলে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের ।

দক্ষিণ সুন্দরবনের অন্য দ্বীপগুলির মতোই প্রতিনিয়ত ভাঙনের সঙ্গে লড়াই করে টিকে রয়েছে মৌসুনি দ্বীপ । গত বছর পাঁচেক আগে এই দ্বীপের বালিয়াড়া ও সল্টঘেরি এলাকায় সমুদ্র পাড়ে গড়ে ওঠে বেশ কয়েকটি কটেজ । দিঘা কিংবা বকখালির মতো পরিচিত পর্যটন কেন্দ্রে মাঝে মধ্যেই ব্যাপক ভিড় থাকে । কিন্তু মৌসুনি দ্বীপ সেই তুলনায় অনেকটাই নির্জন । ঝাউবনের নিস্তব্ধতায় বসে দিব্যি কাটিয়ে দেওয়া যায় কয়েকটা রাত । কটেজ কিংবা মাটির ঘরে বসে গ্রামীণ খাবারের স্বাদ নিতে নিতে সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাটাই দ্বীপে আগত পর্যটকদের কাছে মূল আকর্ষণ ।

দিন যত এগিয়েছে দ্বীপের ইকো-টুরিজম ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে বাঙালিদের কাছে । বর্তমানে ছোট বড় সব মিলিয়ে পঞ্চাশের বেশি হোম-স্টে রয়েছে এখানে । মৌসুনি দ্বীপের সিংহভাগ মানুষ চাষবাস করেন । ধান এবং পান এই দ্বীপের মূল অর্থকরী ফসল । এ ছাড়া বহু মানুষ নদী ও সমুদ্রে মৎস্য শিকার করেন । অনেকে আবার ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকেরও কাজ করে থাকেন । তবে পর্যটনের হাত ধরে দ্বীপের অর্থনৈতিক অবস্থা বদলাতে শুরু করে ।

আরও পড়ুন: Kanhaiya Kumar : কংগ্রেস কোনও দল নয়, একটা ভাবধারা ; রাহুলের হাত ধরে ঘোষণা কানহাইয়ার

কিন্তু যশের কারণে সমুদ্রে ব্যাপক জলস্ফীতির জেরে প্লাবিত হয়েছিল গোটা দ্বীপটাই । তাসের ঘরে মতো ভেঙে পড়ে কটেজগুলি । পরিস্থিতি স্বাভাবিক হতেই পুজোর কথা মাথায় রেখে নতুন করে হোম-স্টেগুলি মেরামতের কাজ শুরু হয় । কিন্তু নিম্নচাপের ফলে টানা বৃষ্টির জেরে বালিয়াড়া ও সল্টঘেরি এলাকা ফের প্লাবিত । তছনছ হয়ে গিয়েছে হোম-স্টে । এর জেরে নতুন করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন হোম-স্টের মালিক ও পর্যটনের সঙ্গে যুক্ত বাসিন্দারা ।

আরও পড়ুন : Captain Amrinder Singh : নয়াদিল্লির পথে কংগ্রেসের ক্যাপ্টেন, দেখা করতে পারেন অমিত-নাড্ডার সঙ্গে

এবিষয়ে স্থানীয় ব্যবসায়ী অরুময় গায়েন বলেন, "যশে হোম-স্টে নষ্ট হয়ে গিয়েছিল । পুজোর সময় পর্যটক আসার আশায় খরচ করে আবার সাজিয়ে তুলেছিলাম । কিন্তু বৃষ্টি সব শেষ করে দিল । কীভাবে ঘুরে দাঁড়াব জানি না ।"

আরও পড়ুন : Captain Amrinder Singh : অমিত শাহের সঙ্গে বৈঠকের জল্পনা ওড়ালেন ক্যাপ্টেন

তবে প্রাকৃতিক দুর্যোগ মিটলে পর্যটন কেন্দ্র ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন । নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর জানিয়েছেন, নতুন করে পর্যটন কেন্দ্রের অনেক কিছু নষ্ট হয়েছে । পুরো পরিস্থিতির উপর প্রশাসনের নজর রয়েছে । পরিস্থিতি স্বাভাবিক হলে মৌসুনি দ্বীপের পর্যটন নিয়ে একাধিক উদ্যোগ নেওয়া হবে ।

আরও পড়ুন: Visva-Bharati University : এমএড-এ একশোর মধ্যে দু'শো ! বিভ্রান্তিকর মেধাতালিকা বিশ্বভারতীতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.