ETV Bharat / state

Visva-Bharati University : এমএড-এ একশোর মধ্যে দু'শো ! বিভ্রান্তিকর মেধাতালিকা বিশ্বভারতীতে

author img

By

Published : Sep 28, 2021, 6:53 PM IST

বিশ্বভারতীতে এমএড-এর ফলাফলে চূড়ান্ত বিভ্রান্তি ৷ পরীক্ষা হয়েছে মোট 100 নম্বরের ৷ কিন্তু মেধাতালিকায় দেখা যাচ্ছে পরীক্ষার্থীরা পেয়েছেন 100-এর মধ্যে 200 ৷ 100-এর বেশি পেয়েছেন বেশ কয়েকজন ৷ এতেই তৈরি হয়েছে বিতর্ক ৷

বিশ্বভারতীতে এমএড-এ বিভ্রান্তিকর মেধাতালিকা
বিশ্বভারতীতে এমএড-এ বিভ্রান্তিকর মেধাতালিকা

শান্তিনিকেতন, 28 সেপ্টেম্বর : বিশ্বভারতীতে বিনয় ভবনের এমএড-এর মেধাতালিকা প্রকাশ হতেই বিভ্রান্তি ছড়ায় । 100 নম্বরের মধ্যে কেউ পেয়েছেন 200, কেউ 198, কেউ আবার 196, 158 পেয়েছেন । কীভাবে সম্ভব ? প্রশ্ন উঠেছে । এই বিভ্রান্তিকর মেধাতালিকা প্রকাশ ঘিরে রীতিমতো বিতর্কে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে এদিন বিনয় ভবনের এমএড-এর মেধা তালিকা প্রকাশিত হয় । সেই মেধা তালিকার নম্বর দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে । 100 নম্বরের মধ্যে কেউ পেয়েছেন 151, কেউ পেয়েছেন 196, কেউবা 198 । এমনকি, 100 নম্বরের মধ্যে 200 নম্বরও পেয়েছেন একজন । এহেন বিভ্রান্তিকর মেধা তালিকা ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে । কীভাবে এই ধরনের মেধা তালিকা প্রকাশিত হতে পারে তা নিয়েও প্রশ্ন উঠেছে । এই বিভ্রান্তিকর ফলাফল নিয়ে কীভাবে ভর্তি হবেন পরবর্তী পাঠক্রমে তা নিয়েও সংশয় তৈরি হয়েছে ৷

জানা গিয়েছে, 100 নম্বরের মধ্যে 60 নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে । বাকি 40 নম্বরের মধ্যে 10 নম্বর করে শতাংশের বিচারে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও বিএড-এর নম্বর বসাতে হয় । লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে এই পরীক্ষাগুলির নম্বরের শতাংশ যোগ করে মেধা তালিকা প্রকাশিত হয় । যদিও, এই বিভ্রান্তিকর মেধাতালিকা প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাইছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ । পুনরায় সংশোধিত মেধা তালিকা প্রকাশিত হবে কিনা তা নিয়েও পড়ুয়াদের মধ্যে প্রশ্ন রয়ে গিয়েছে ।

আরও পড়ুন : Visva Bharati University : বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে বিক্ষোভ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.