ETV Bharat / state

বাড়ি ফিরতে মরিয়া পরিযায়ীরা, শিকেয় করোনা বিধি

author img

By

Published : May 15, 2021, 9:06 PM IST

দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, মথুরাপুর, ক্যানিং, বাসন্তী, বারুইপুর সহ বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন । আর তাতেই শিকেয় উঠেছে করোনা বিধি ৷ ধর্মতলা থেকে কাকদ্বীপের বাসগুলিতে কার্যত বাদুড়ঝোলা ভিড় ৷

ক্য়ানিং, 15 মে : করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে রাজ্যজুড়ে বিধি নিষেধ আরও কড়াকড়ি করেছে রাজ্য সরকার ৷ বন্ধ করা হয়েছে প্রায় সমস্ত রকমের পরিষেবা ৷ যানচলাচলেও কড়াকড়ি করা হয়েছে ৷ আর এতেই সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা ৷ দ্রুত বাড়ি ফেরার তোড়জোড় শুরু করেছেন তাঁরা ৷

দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, মথুরাপুর, ক্যানিং, বাসন্তী, বারুইপুর সহ বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন । আর তাতেই শিকেয় উঠেছে করোনা বিধি ৷ ধর্মতলা থেকে কাকদ্বীপের বাসগুলিতে কার্যত বাদুড়ঝোলা ভিড় । কাকদ্বীপ থেকে সাগর যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ভেসেল পরিষেবা ৷ গতকাল থেকে এই ভেসেল পরিষেবা বন্ধ থাকবে ৷ সেই নোটিস পাওয়ার পর ভেসেলগুলিতে কার্যত তিল ধারনের জায়গা নেই ৷

আরও পড়ুন :মৃতের সংখ্যায় রেকর্ড গড়লেও রাজ্যে দৈনিক সংক্রমণ নামল 20 হাজারের নীচে

করোনায় শারীরিক দূরত্ব বিধি না মানায় সংক্রমণের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । তবে রাজ্য সরকারের এই বিধিনিষেধের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.