ETV Bharat / state

হাতির হানায় মৃত্যু, ১২ ঘণ্টার মধ্যেই পরিবারের হাতে আর্থিক সাহায্য

author img

By

Published : Jun 14, 2021, 9:47 AM IST

Updated : Jun 14, 2021, 10:56 AM IST

ক্ষতিপূরণের পাঁচ লক্ষ টাকা তুলে দেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা
ক্ষতিপূরণের পাঁচ লক্ষ টাকা তুলে দেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা

হাতির হানায় মৃত্যু হয় পাড়ু মাহাতর, তিনি ঝাড়গ্রাম ব্লকের শালবনী গ্রাম পঞ্চায়েতের বরিয়া গ্রামের বাসিন্দা ৷ মৃত্যুর বারো ঘণ্টার মধ্যেই আর্থিক সাহায্যের পাঁচ লক্ষ টাকা তুলে দেওয়া হল মৃতের পরিবারের হাতে । চেক তুলে দেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা ৷

ঝাড়গ্রাম, 14 জুন: হাতির হানায় মৃত্যুতে বেনজির ঘটনা । মৃত্যুর বারো ঘণ্টার মধ্যেই আর্থিক সাহায্যের পাঁচ লাখ টাকার চেক তুলে দেওয়া হল মৃতের পরিবারের হাতে । ঝাড়গ্রাম ব্লকের শালবনী গ্রাম পঞ্চায়েতের বরিয়া গ্রামের ঘটনা ৷

হাতির হানায় মৃত্যু হয় পাড়ু মাহাতর (৭৫), তিনি ঝাড়গ্রাম ব্লকের শালবনী গ্রামপঞ্চায়েতের বরিয়া গ্রামের বাসিন্দা ৷ রবিবার ভোর পাঁচটা নাগাদ বাড়ি থেকে সাইকেলে করে কচড়া ফল কুড়োতে গিয়ে ঘটনাটি ঘটে । অভিযোগ, এলাকায় প্রায়ই হাতির উপদ্রব লেগে থাকে ৷ পাড়ুর মৃত্যুর পরেই উত্তেজিত গ্রামবাসীরা লোধাশুলি হয়ে যে রাস্তা ঝাড়গ্রাম ঢুকেছে, সেখানকার পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ শুরু করেন । ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়ের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পরে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা ।

এদিকে মৃত্যুর বারো ঘণ্টা পরেই বরিয়া গ্রামে মৃত পাড়ু মাহাতর বাড়িতে পৌঁছান রাজ্যের বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, ঝাড়গ্রামের ডিএফও শেখ ফরিদ সহ বন দফতরের অধিকারিকরা । মৃত পাড়ু মাহাতর ছেলে দীপক মাহাতের হাতে পাঁচ লক্ষ টাকার চেকে তুলে দেন বিরবাহা হাঁসদা । নিয়ম অনুযায়ী পরিবারের এক জনকে চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি ।

হাতির হানায় বাবার মৃত্যুর ১২ ঘণ্টার মধ্যেই আর্থিক সাহায্যের টাকা হাতে পেয়ে চোখে জল নিয়ে বন দফতরকে ধন্যবাদ জানান দীপক । বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, "সকালেই খবর পেয়েছি । যাঁদের ক্ষতি হয়েছে তাঁদের অভাব পূরণ করতে পারব না । সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিয়ে গেলাম ।"

Last Updated :Jun 14, 2021, 10:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.