ETV Bharat / state

Cyclone Jawad Alert : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, রবিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা

author img

By

Published : Dec 2, 2021, 1:32 PM IST

Updated : Dec 2, 2021, 4:06 PM IST

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad Alert) ৷ দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে ৷ শুক্রবারই অন্ধ্র-ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জাওয়াদ ৷ যার প্রভাব পড়বে এ রাজ্যেও ৷ তাই আগামী 3 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর (শুক্রবার থেকে রবিবার) পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷

fishery department impose ban on fishing in the sea amid cyclone Jawad
Cyclone Jawad Alert : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, রবিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা

ডায়মন্ড হারবার, 2 ডিসেম্বর : ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad Alert) আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল মৎস্য দফতর (fishery department imposes ban on fishing in the sea) ৷ বৃহস্পতিবার তাদের তরফে জানানো হয়েছে, আগামী 3 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বর (শুক্রবার থেকে রবিবার) পর্যন্ত সমুদ্রে মাছ ধরা যাবে না ৷ যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে চলে গিয়েছেন, তাঁদেরও বৃহস্পতিবারের মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : West Bengal Weather Update : ঘূর্ণিঝড় Jawad-এর ভ্রুকুটিতে ডিসেম্বরে বঙ্গে ঝড়বৃষ্টির অনুপ্রবেশ

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে ৷ সৌদি আরব এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে জাওয়াদ ৷ যা শুক্রবারই অন্ধ্র-ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ৷ যার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও ৷ আবহবিদরা জানিয়েছেন, আসন্ন ঘূর্ণিঝড়ের জন্যই থমকে গিয়েছে শীতের আগমনের গতি ৷ চড়ছে তাপমাত্রার পারদ ৷ বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে ৷

জাওয়াদের আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা প্রশাসনের ৷

শুক্রবার থেকেই জাওয়াদের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হতে পারে ৷ সঙ্গে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে ৷ হিসাব বলছে, শুক্রবার দুই মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি হবে ৷ শনিবার এই তিন জেলা ছাড়াও উত্তর 24 পরগনা, হাওড়া এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ রবিবার বৃষ্টিতে ভিজবে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া ৷ সেইসঙ্গে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ৷ উপকূলীয় এলাকায় হাওয়ার দাপট থাকবে বেশি ৷ আর সেই কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷

আরও পড়ুন : Cyclone Gulab : ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে সুন্দরবন উপকূল এলাকায় কমলা সর্তকতা জারি

দক্ষিণ 24 পরগনার জেলা সহ-মৎস্য আধিকারিক জয়ন্ত প্রধান জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁরা সবক’টি মৎস্যজীবী সংগঠনকে সতর্ক করেছেন ৷ মৎস্যজীবীরা যাতে বৃহস্পতিবারের মধ্যেই ফিরে আসেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে ৷ একইসঙ্গে, যেকোনও আপদকালীন পরিস্থিতির জন্য প্রশাসনকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে ৷

Last Updated : Dec 2, 2021, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.