ETV Bharat / state

Fake Social Media Account : ডায়মন্ডহারবারের এসডিও’র নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মেসেঞ্জারে টাকা চাওয়ার অভিযোগ

author img

By

Published : Dec 13, 2021, 2:37 PM IST

ডায়মন্ডহারবারের মহকুমা শাসকের (Fake Social Media Account) নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে, সেখান থেকে টাকা চাওয়ার অভিযোগ ৷ রবিবার বেশ কয়েকজনের কাছে প্রায় 10 হাজার টাকা করে চেয়েছে প্রতারক (Fake Social Media Account of Diamond Harbour SDO) ৷ ঘটনায় তদন্ত শুরু করেছে সাইবার শাখার পুলিশ ৷

Fake Social Media Account
ডায়মন্ডহারবার এসডিও’র নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট

ডায়মন্ডহারবার, 13 ডিসেম্বর : ডায়মন্ডহারবারের এসডিও’র নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট (Fake Social Media Account) ৷ আর সেই ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে লোকজনের থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল ৷ এই ঘটনা সামনে আসতেই তদন্তে নেমেছে প্রশাসন ৷ রাজ্য পুলিশের সাইবার শাখার আধিকারিকরা এই ঘটনার তদন্ত শুরু করেছেন ৷

রবিবার দুপুরে বিষয়টি সামনে আসে ৷ মহকুমা শাসকের দফতরে গিয়ে, লোকজন তাঁর কাছে ফেসবুক থেকে টাকা চাওয়ার বিষয়টি জানতে চান ৷ সকলের কথা শুনে রীতিমতো আকাশ থেকে পড়েন মহকুমা শাসক সুকান্ত সাহা ৷ তিনি জানিয়ে দেন, কোনও নতুন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তিনি খোলেননি (Fake Social Media Account of Diamond Harbour SDO) ৷ এমনকি টাকাও চাননি কারও থেকে ৷ এর পরেই তিনি রাজ্য পুলিশের সাইবার অপরাধ শাখায় অভিযোগ দায়ের করেন ৷ মহকুমা শাসকের কাছ থেকে অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে সাইবার অপরাধ শাখার তদন্তকারীরা ৷

পুলিশ সূত্রে খবর, ডায়মন্ডহারবারের মহকুমা শাসকের নামে খোলা ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মোট 6 জনের কাছে টাকা চাওয়া হয়েছিল ৷ আর সবার কাছ থেকেই 5 বা 10 হাজার টাকা করে চাওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Fraud With TMC Leader : জয়েন্ট বিডিও’র নাম করে পঞ্চায়েত প্রধানের স্বামীর সঙ্গে প্রতারণা

গোসাবার বাসিন্দা সৌমিত্র মণ্ডল বলেন, ‘‘সন্ধ্যা সাতটা নাগাদ ডায়মন্ডহারবারের মহকুমা শাসক সুকান্ত সাহার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয় ৷ তখন অ্যাকাউন্ট ফেক তা বুঝতে পারিনি ৷ আমি ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করি ৷ একাউন্টের প্রোফাইল পিকচার ডায়মন্ডহারবার মহকুমা শাসকের ছিল ৷ এর পর ওই অ্যাকাউন্ট থেকে শুরু হয় আমার সঙ্গে কথোপকথন ৷ ডায়মন্ডহারবার শাসক আমার শারীরিক অবস্থার খোঁজখবর নেন মেসেঞ্জারের মাধ্যমে ৷ কথোপকথন চলাকালীন আচমকা একটি সমস্যার কথা জানান ডায়মন্ডহারবার মহকুমা শাসক ৷ তিনি মেসেঞ্জারে জানতে চান, আমি সাড়ে আট হাজার টাকা পাঠাতে পারব কিনা !’’

সৌমিত্র মণ্ডল জানিয়েছেন, বন্ধুবান্ধবের থেকে মহকুমার শাসকের ফোন নম্বর জোগাড় করে তিনি ৷ মহকুমা শাসককে ফোন করে এবং সমস্ত ঘটনা বিস্তারিত জানান ৷ এর পর মহকুমা শাসকের পরামর্শ মতো কথোপকথনের স্ক্রিনশট পাঠান তাঁকে ৷ এই ঘটনায় ডায়মন্ডহারবার মহকুমা শাসক সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.