ETV Bharat / state

নজিরবিহীন ! আইনজীবীর মৃত্যুতে কর্মবিরতি আলিপুর আদালতে

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 6:06 PM IST

Alipore court
আলিপুর আদালত

Alipore Court: আইনজীবীর মৃত্যুতে আলিপুর পুলিশ ও জাজেস কোর্টে কর্মবিরতির ডাক দেওয়া হল ৷ কাজ বন্ধ থাকায় আদালতে এসে খালি হাতেই ফিরলেন মামলাকারীরা ৷

আলিপুর, 11 জানুয়ারি: নজিরবিহীন ঘটনা ৷ আইনজীবীর মৃত্যুতে বৃহস্পতিবার কর্মবিরতির ডাক দিল আলিপুর বার অ্যাসোসিয়েশন ৷ এর ফলে সারাদিন কোনও কাজই হল না আলিপুর পুলিশ ও জাজেস কোর্টে ৷ আদালতে এসে ফিরে যেতে হল একাধিক মামলাকারীকে ৷ জানা গিয়েছে, বুধবার রাত দেড়টায় মৃত্যু হয় আলিপুর আদালতের আইনজীবী তপেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর ৷ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ দিন কর্মবিরতির ডাক দেয় আলিপুর বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা ৷ আজ আলিপুর আদালতে বার অ্যাসোসিয়েশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, সহকর্মীর মৃত্যুতে শোকার্ত আইনজীবীরা ৷ তাই কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে ৷ এই ঘটনাটি সংশ্লিষ্ট মহলের অনেকের কাছেই নজিরবিহীন।

বৃহস্পতিলার সকাল সাড়ে 10টা থেকে এই কর্মবিরতির ডাক দেওয়া হয় ৷ এই কর্মবিরতির ফলে আদালতের বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি কোনও আইনজীবী ৷ আজ আলিপুরের পুলিশ ও জাজেস কোর্টে নিয়োগ দুর্নীতি-সহ বেশ কয়েকটি জরুরি মামলার শুনানি ছিল ৷ তবে আইনজীবীদের কর্মবিরতির জেরে সেই সমস্ত মামলায় শুনানি বন্ধ থাকে এ দিন ৷ দূর দূরান্ত থেকে মামলা করতে বা মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন অনেকে ৷ কিন্তু কর্মবিরতির জেরে তাঁরা মামলা করতে পারেন না ৷ ফলে খালি হাতেই ফিরে যেতে হয় তাঁদের ৷ হঠাই এই কর্মবিরতিতে বেজায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷

প্রসঙ্গত, বুধবার আলিপুর আদালতে সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে গিয়েছিল ৷ শোরগোল পড়ে গিয়েছিল একটি ঘটনায় ৷ গতকাল এক ব্যক্তিকে আদালত চত্বর থেকে অপহরণের অভিযোগ ওঠে ৷ পরে অবশ্য জানা যায়, পুলিশই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছেন ৷ ধৃত ব্যক্তির নাম সুদীপ্ত মাইতি ৷ গোপালনগর এলাকা থেকে তিনি বিবাদ বিচ্ছেদ মামলায় জামিন নিতে এসেছিলেন আদালতে ৷ সেসময় তাঁকে গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ ৷ তবে অভিযোগ ওঠে যে ওই ব্যক্তিকে অপহরণ করা হয়েছে ৷ এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় আলিপুর আদালত চত্বরে ৷ অপহৃত ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত জামিনের শুনানি করতে অস্বীকার করেন আইনজীবীরা ৷ যার ফলে সাময়িকভাবে কর্মবিরতির ডাক দেওয়া হয় বার অ্যাসোসিয়েশনের তরফে ৷ তারপরে আজ ফের কর্মবিরতির ডাক দেওয়া হল আলিপুর আদালতে ৷

আরও পড়ুন:

  1. জামিন নিতে আসা ব্যক্তিকে আদালত চত্বর থেকে গ্রেফতার করল পুলিশ
  2. নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে ঢোকার মুখে বিস্ফোরক পার্থ! নাম নিলেন দিলীপ, শুভেন্দুর
  3. '8 মাস ধরে জেলের কুঠুরিতে আছি', আলিপুর আদালতে 5 মিনিটে যা যা বললেন পার্থ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.