ETV Bharat / state

Partha Spills Beans: '8 মাস ধরে জেলের কুঠুরিতে আছি', আলিপুর আদালতে 5 মিনিটে যা যা বললেন পার্থ

author img

By

Published : Mar 23, 2023, 6:34 PM IST

সময় চেয়েছিলেন ৷ বিচারক সময় দিলেন ৷ আলিপুর আদালতে (Alipore Court) দাঁড়িয়ে চেয়ে নেওয়া 5 মিনিটে নিজের মনের কষ্টের কথা জানালেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)৷

Partha Chatterjee ETV Bharat
পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা, 23 মার্চ: আগেই আদালতের কাছে পাঁচ মিনিট সময় চেয়েছিলেন (Recruitment Scam)৷ তাঁকে বলতে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)৷ বৃহস্পতিবার আলিপুর আদালতের (Alipore Court) বিচারক সে কথা মনে করিয়ে দিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বলার সুযোগ দেন ৷

বিচারক বলেন, "পার্থ বাবু কিছু বলবেন বলেছিলেন !"

প্রত্যুত্তরে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Latest News) বলেন, "8 মাস ধরে জেলের কুঠুরিতে বসে আছি । নিজেই অবাক হচ্ছি । যা-ই ঘটুক না কেন, আমার বিষয়ে যা খুশি বলা হোক না কেন, সত্য একদিন প্রকাশিত হবে । আমার মন্ত্রী হওয়াটাই অপরাধ ! খুব ভালো ছাত্র না হলেও আমি রামকৃষ্ণ মিশনে পড়েছি । ব্রিটিশ কাউন্সিল থেকে পাশ করে কেন্দ্রীয় সংস্থায় কাজ করেছি । স্যার, কী অপরাধ ? আমার মন্ত্রী হওয়াই কি অপরাধ ?"

এরপর সিবিআই তদন্তের সম্পর্কে পার্থ বলেন, "আইনের ছাত্র হিসাবে বলছি, আট মাস ধরে বলা হচ্ছে 'প্রাইমা ফেসি'- এর মানে কী ? 5 মাস পরে তদন্তে আমার নাম আসা ‘প্রাইমা ফেসি’ থাকে কী করে ? থানায় আমার নামে অভিযোগ নেই । বিরোধী দলনেতা ছিলাম । আমাকে কেউ কখনও ‘অসৎ’ বলতে পারেনি । এখন সে কথা শুনতে হচ্ছে । 8 মাস বিনা বিচারে থাকব ! আমি বেঁচে থাকতে এই বিচার শেষ হবে ? এখানে বড় হয়েছি । একটা বংশপরিচয় আছে । আমি কোথায় পালিয়ে যাব ? আমি কোথায় পালিয়ে যাব ? শুধু কী রাজনৈতিক নেতারা প্রভাবশালী ?"

বিচারক রাজনীতির বিষয়ে আদালতে বলতে নিষেধ করেন তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে ।

আরও পড়ুন: জামিনের আবেদন ভুলে চোখের ইশারাতেই শুনানি কাটল পার্থ-অর্পিতার

তখন পার্থ বলেন, "আমি নিয়োগ কর্তা নই । শুধু এটুকু ভাববেন । বোর্ডের উপরে আমি এগ্‌জিকিউটিভ অথরিটি নই । আমি মন্ত্রী ছিলাম মাত্র ।"

আদালত চত্বরে একেবারে ঘনিষ্ঠ মহলে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, "কিছু বলব না ভেবেছিলাম ৷ এখন দেখছি না বললে আমার বিরুদ্ধে সব যাচ্ছে । সেটা আমি চাই না । তাই এ বার বলা শুরু করব।" তিনি আরও বলেছেন, “5 বছর ধরে যে লোকটা রাস্তায় বসে কাজ করেছে, করোনা সামলেছে, সে লোকটা চুরি করতে পারে না । যে সেটা জানে সে আমাকে নিয়ে খারাপ কিছু লিখতে পারে না । আমি একই জায়গা থেকে 5 বার জিতেছি, কখনও অন্য কোথাও থেকে লড়িনি, আমি যদি সৎ না হতাম তাহলে মানুষ কী জেতাতো ?”

আজ পার্থ চট্টোপাধ্যায় আদালতে ঢোকার মুখে ফের তাঁকে দেখে চোর বলে স্লোগান তোলেন উপস্থিত জনতা ৷ এ প্রসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেছেন, “মিথ্যে কথা । আমাকে বলতেই পারে না । চুরির প্রমাণ নিয়ে এসে বলুক । ওরা সিপিআইএম-এর লোক ৷ 5 বছর ধরে যে নিজের কেন্দ্র সামলেছে সে চুরি করতে পারে না । প্রমাণ তো আমার হাতে আছে । স্কুল শিক্ষা দফতরের 2009-10 সালের ক্যাগ রিপোর্ট দেখলে সব বোঝা যাবে ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.