Bjp Candidate Death: ফলপ্রকাশের দিন আক্রান্ত বিজেপি প্রার্থীর মৃত্যু, সিবিআই তদন্ত দাবি পরিবারের

author img

By

Published : Sep 22, 2021, 10:42 PM IST

Thakurpur bjp

ভোটের ফলপ্রকাশের দিন আক্রান্ত হয়েছিলেন মানস সাহা ৷ তার পর থেকে অসুস্থ ছিলেন ৷ আজ নার্সিংহোমে তাঁর মৃত্যু হয় ৷

মগরাহাট, 22 সেপ্টেম্বর : বিধানসভা নির্বাচনে মগরাহাট পশ্চিমের প্রার্থী ছিলেন তিনি ৷ ছিলেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি । 2 মে ডায়মন্ড হারবার মহাবিদ্যালয় ভোট গণনা কেন্দ্র থেকে ফেরার পথে আক্রান্ত হন ৷ অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ সেই দিন থেকে তিনি অসুস্থ ছিলেন ৷ ভর্তি ছিলেন ঠাকুরপুকুরের একটি নার্সিংহোমে ৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন ৷ কিন্তু, বুধবার সকালে অসুস্থতা বাড়ে ৷ এরপর নার্সিংহোমেই মৃত্যু হয় বিজেপি নেতা মানস সাহার ৷ তাঁর পরিবারের লোকজন এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ৷

মানস সাহার বাড়ি দক্ষিণ 24 পরগনার উস্থি থানার এয়ারপুর গ্রামে । বিধানসভা নির্বাচনে মগরাহাট পশ্চিমে তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী ছিলেন গিয়াসউদ্দিন মোল্লা ৷ ভোটে জয়লাভ করে তিনি এখন রাজ্যের প্রতিমন্ত্রী ৷ আজ মানস সাহার মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান ৷ তবে তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ খারিজ করে দেন তিনি ৷ বলেন, "সেদিন কখন কী হয়েছিল, তা জানি না ৷ তবে তৃণমূলের কেউ ওই মারধরে জড়িত নয় ৷"

ফলপ্রকাশের দিন আক্রান্ত বিজেপি প্রার্থীর মৃত্যু, সিবিআই তদন্ত দাবি পরিবারের

বিজেপি নেতার মৃত্যুর খবর পেয়ে নার্সিংহোমে পৌঁছান বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ তিনি বলেন, গণনার দিন মারধর করা হয়েছিল ৷ তারপর নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল ৷ ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন ৷ আজ সকালে চিকিৎসকরা জানান, তাঁর শরীর খারাপ হয়েছে ৷ তারপরই মারা যান তিনি ৷

এই ঘটনাকে ভোট পরবর্তী হিংসার ঘটনা বলে উল্লেখ করেন অর্জুন সিং ৷ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পর আজ কীভাবে মৃত্যু হল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷

অন্যদিকে, মৃত বিজেপি নেতার স্ত্রী ও সন্তান এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ৷ তাঁদের বক্তব্য, গণনার দিন তৃণমূল প্রার্থীর ঘনিষ্ঠ কয়েকজন মারধর করেছিল ৷ কিন্তু, কেউ উদ্ধার করতে আসেনি ৷ পরে স্থানীয় ও বিজেপি নেতৃত্বের সহযোগিতায় মানস সাহাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ৷

আরও পড়ুন: কেন্দ্র ও রাজ্যের মধ্যে গট আপ গেম চলছে, আক্রমণ মীনাক্ষীর

বিজেপি নেতার মৃত্যুতে তৃণমূলকে আক্রমণ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, অগণতান্ত্রিকভাবে মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.