ETV Bharat / state

Holi 2023: দোলের আগে দোকানে রং কেনার ভিড়, আবিরের চাহিদা তুঙ্গে

author img

By

Published : Mar 6, 2023, 8:18 PM IST

কচিকাঁচা থেকে বড়দের ভিড় দোকানে দোকানে ৷ দোলের আগেই উৎসবের মেজাজে সকলে (Dol Utsav) ৷ হাতে সময় খুবই কম, তাই ব্যস্ত আবির কারিগররাও ৷

Holi 2023 ETV Bharat
দোল

দোলের আগেই উৎসবের মেজাজে সকলে

মন্দিরবাজার, 6 মার্চ: হালকা স্নিগ্ধ বাতাস, আকাশে নীল মেঘ ৷ চারদিকে কোকিলের কুহু কুহু রব । গাছে গাছে পলাশ ফুলের বাহার জানান দিচ্ছে, বসন্ত এসে গেছে ৷ আর বসন্ত মানেই তো রঙের উৎসব ৷ নিজেকে ভালোবাসার রঙে রাঙিয়ে নেওয়া । শুধু কী ভালোবাসা, না আবিরের রঙেও রাঙিয়ে নেওয়ার সময় এসেছে ৷ ছোট থেকে বড় সকলে মেতে উঠবে এই রঙের উৎসবে ৷ তাই সময় হাতে কম, তার আগে দোকানে দোকানে চোখে পড়ল মানুষের ভিড় ৷ ব্যস্ততা তুঙ্গে ব্যবসায়ীদের ৷ কোনওরকম বিধিনিষেধ আর নেই, মনের আনন্দে দোলে মেতে উঠবে সকলে ৷ তবে বেশ কয়েক বছরের মতো এবারেও রঙের থেকে চাহিদা বেশি আবিরের (Holi 2023) ৷

দু'বছরে করোনার জেরে আবির ব্যবসাও আর্থিক দিক থেকে ধাক্কা খেয়েছে ৷ এবছর পরিস্থিতি স্বাভাবিক হতে ঘুরে দাঁড়াচ্ছে দক্ষিণ 24 পরগনার আবির ব্যবসায়ীরা । প্রয়োজনের সঙ্গে যোগান দিতে প্রস্তুত আবির কারখানার শ্রমিকরা । নাওয়া-খাওয়া ভুলে আবির তৈরিতে ব্যস্ত তারা ৷ বাহারি রঙ এবং সুগন্ধি মিশিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন রঙের আবির । দক্ষিণ 24 পরগনার সমস্ত বাজারে অন্যতম প্রসিদ্ধ আচনা গ্রামের সুগন্ধি আবির ৷ এই আবির পাড়ি দেয় অন্যান্য জায়গাতেও (Holi celebration) ।

জমে উঠেছে দক্ষিণ 24 পরগনার জেলার রঙের বাজার । বিভিন্ন বাজারগুলিতে রঙের পসার সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা । তাঁরা জানিয়েছেন, গত দু'বছর তেমন ব্যবসা হয়নি । বড়সড় ব্যবসায় লোকসানের সম্মুখীন হতে হয়েছে । মানুষের মধ্যে রঙের তুলনায় আবিরের চাহিদা অনেকটাই বেড়েছে । কিন্তু আবিরের দাম প্রায় আকাশ ছুঁয়েছে । গত দু'বছর আগে যে আবির 10-15 টাকা শয়ে বিক্রি হত, সেই আবির বিকোচ্ছে 15-20 টাকায় ।

তবে করোনা অতিমারীর পর হোলির চিত্রটা অনেকটাই বদলে গিয়েছে । রংয়ের বদলে সাধারণ মানুষ বেশি প্রাধান্য দিচ্ছে আবিরকে । কেমিক্যালযুক্ত রঙে ত্বকের ক্ষতি হয় ৷ সেই জন্য রংয়ের চাহিদা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে ৷ এমনটাই মনে করছে ব্যবসায়ীরা । বাজারে এখন ভেষজ ও সুগন্ধি আবিরের চাহিদা অনেকটাই বেড়েছে । বাজার আনুযায়ী জোগান দিতে তাই ব্যস্ত কারিগররা ৷

আবির প্রস্তুতকারী কৃষ্ণেন্দু পুরকাইত বলেন, "দু'বছর করোনার জেরে ব্যবসা খুবই খারাপ হয় । তেমনভাবে কোনও অর্ডার আসেনি । কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতেই এ বছর আবার ঘুরে দাঁড়িয়েছে ব্যবসা । ইতিমধ্যেই কলকাতা ও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে এসেছে অর্ডার । তাই দিনরাত এক করে কাজ চলছে । রং-এর তুলনায় আবিরের চাহিদা অনেক বেশি । রাসায়নিক মেশানো রঙে মানুষের ত্বকের অনেক সমস্যা হয় । কিন্তু আমাদের এই আবির ব্যবহার করলে ত্বকের কোনও সমস্যা হবে না । আমরা এখানে মোট সাতটি রংয়ের আবির তৈরি করি ।"

বর্তমানে ভয় ধরাচ্ছে অ্যাডিনো ভাইরাস । ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে । সেই নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন । তবে বসন্ত উৎসবে এই ভাইরাসের কোনও প্রভাব পড়বে না বলে মনে করছে সাধারণ মানুষ । তাই নানান রঙের ছোঁয়ায় আনন্দ উৎসবে মেতে উঠবে আপামর বাঙালি ।

আরও পড়ুন: প্রাক বসন্ত উৎসব উদযাপন রায়গঞ্জে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.