ETV Bharat / bharat

'ট্রেনে আগুন' গুজব! প্রাণ বাঁচাতে গিয়ে মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত 3 - Train Accident in Jharkhand

TRAIN ACCIDENT IN LATEHAR: ঝাড়খণ্ডের লাতেহারে মর্মান্তিকভাবে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে 3 জনের ৷ ট্রেনে হঠাৎ ফায়ার এলার্ম বেজে ওঠে ৷ ট্রেন থেকে নেমে পালানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে ৷

TRAIN ACCIDENT IN LATEHAR
ট্রেন দুর্ঘটনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 9:33 PM IST

Updated : Jun 14, 2024, 10:20 PM IST

লাতেহার, 14 জুন: গুজবে কান দিয়ে পালানোর সময় প্রাণ খোয়ালেন 3 জন ট্রেন যাত্রী ৷ শুক্রবার রাতে লাতেহার জেলার কুমান্দিহ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে কমপক্ষে 3 জনের ৷ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সাসারাম-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস কুমান্দিহ স্টেশনে পৌঁছতেই হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে ৷ তাতেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন ৷

ট্রেনে আগুন লেগেছে বলে দ্রুত গুজব ছড়িয়ে পড়ে ৷ যাত্রীরা ট্রেন থেকে নেমে এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দেন ৷ বহু মানুষ ঘটনাস্থলে পদদলিত হয় এবং মানুষজন চিৎকার করতে থাকে ৷ এমন সময় হঠাৎ উলটো দিক থেকে একটি পণ্যবাহী ট্রেন এসে ধাক্কা মারে বহু যাত্রীকে ৷ প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনজনের মৃত্যু হয়েছে ৷ আশঙ্কা এই সংখ্যা আরও বাড়তে পারে ৷

এই দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন ৷ ঘটনার খবর পেয়ে বারওয়াডিহ থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে রওনা দিয়েছেন ৷ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় পর্যায়ে কোয়াক চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে ৷

এই ট্রেনেই ছিলেন পালামু জেলা সমাজকল্যাণ আধিকারিক নীতা চৌহান ৷ তিনি জানান, আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই লোকজন নেমে আসতে থাকে ৷ একজন যাত্রী তাঁর সন্তানদের নিয়ে ঝাঁপ দেন ট্রেনলাইনে ৷ তিনিও গুরুতর আহত হন ও জ্ঞান হারিয়ে ফেলেন ৷

এই প্রসঙ্গেই ধানবাদ রেলওয়ে ডিভিশনের পিআরও পুষ্কর ইটিভি ভারতকে জানিয়েছেন, দুর্ঘটনার একটি খবর পাওয়া গিয়েছে। তবে কতজন আহত হয়েছেন, সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। রেলওয়ে বিভাগের মুখপাত্র বলেন, "ঠিক কী ঘটেছে, তা জানতে খোঁজ-খবর নেওয়া শুরু হয়েছে ৷ রিপোর্ট এলেই বিস্তারিত জানা যাবে ৷"

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই বারওয়াডিহ থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে রওনা হয়েছেন। দুর্ঘটনায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে । ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট লাইনে। গরিব রথ এক্সপ্রেস, ডাউন বিডিএম প্যাসেঞ্জার ট্রেন বারওয়াডিহে দাঁড়িয়ে আছে। বারাণসী-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস গাড়োয়া রোড রেলস্টেশনে আটকে রয়েছে।

লাতেহার, 14 জুন: গুজবে কান দিয়ে পালানোর সময় প্রাণ খোয়ালেন 3 জন ট্রেন যাত্রী ৷ শুক্রবার রাতে লাতেহার জেলার কুমান্দিহ স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে কমপক্ষে 3 জনের ৷ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সাসারাম-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস কুমান্দিহ স্টেশনে পৌঁছতেই হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে ৷ তাতেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন ৷

ট্রেনে আগুন লেগেছে বলে দ্রুত গুজব ছড়িয়ে পড়ে ৷ যাত্রীরা ট্রেন থেকে নেমে এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দেন ৷ বহু মানুষ ঘটনাস্থলে পদদলিত হয় এবং মানুষজন চিৎকার করতে থাকে ৷ এমন সময় হঠাৎ উলটো দিক থেকে একটি পণ্যবাহী ট্রেন এসে ধাক্কা মারে বহু যাত্রীকে ৷ প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনজনের মৃত্যু হয়েছে ৷ আশঙ্কা এই সংখ্যা আরও বাড়তে পারে ৷

এই দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন ৷ ঘটনার খবর পেয়ে বারওয়াডিহ থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে রওনা দিয়েছেন ৷ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় পর্যায়ে কোয়াক চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে ৷

এই ট্রেনেই ছিলেন পালামু জেলা সমাজকল্যাণ আধিকারিক নীতা চৌহান ৷ তিনি জানান, আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই লোকজন নেমে আসতে থাকে ৷ একজন যাত্রী তাঁর সন্তানদের নিয়ে ঝাঁপ দেন ট্রেনলাইনে ৷ তিনিও গুরুতর আহত হন ও জ্ঞান হারিয়ে ফেলেন ৷

এই প্রসঙ্গেই ধানবাদ রেলওয়ে ডিভিশনের পিআরও পুষ্কর ইটিভি ভারতকে জানিয়েছেন, দুর্ঘটনার একটি খবর পাওয়া গিয়েছে। তবে কতজন আহত হয়েছেন, সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। রেলওয়ে বিভাগের মুখপাত্র বলেন, "ঠিক কী ঘটেছে, তা জানতে খোঁজ-খবর নেওয়া শুরু হয়েছে ৷ রিপোর্ট এলেই বিস্তারিত জানা যাবে ৷"

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই বারওয়াডিহ থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে রওনা হয়েছেন। দুর্ঘটনায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে । ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট লাইনে। গরিব রথ এক্সপ্রেস, ডাউন বিডিএম প্যাসেঞ্জার ট্রেন বারওয়াডিহে দাঁড়িয়ে আছে। বারাণসী-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস গাড়োয়া রোড রেলস্টেশনে আটকে রয়েছে।

Last Updated : Jun 14, 2024, 10:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.