ETV Bharat / state

Panchayat Elections 2023: কুলতলিতে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ ! কাঠগড়ায় সিপিআইএম ও বিজেপি

author img

By

Published : Jul 6, 2023, 4:13 PM IST

ভোটের স্লিপ নিতে অস্বীকার ৷ কুলতলিতে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ ৷ কাঠগড়ায় তোলা হল সিপিআইএম ও বিজেপিকে ৷ ওই কর্মীর ছেলের উপরও হামলার অভিযোগ ৷

Panchayat Elections
তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ

কুলতলিতে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ !

কুলতলি, 6 জুলাই: পঞ্চায়েত ভোটের আগে বাকি আর মাত্র দু'দিন । বৃহস্পতিবার চলছে শেষদিনের প্রচার ৷ তবু অশান্তি থামার লক্ষণ নেই । সিপিআইএমের ভোটের স্লিপ না-নেওয়ার অপরাধে তৃণমূল কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ । ঘটনায় অভিযোগের তির বিরোধী দল সিপিআইএম ও বিজেপির দিকে ৷ আহত তৃণমূল কর্মীর নাম অময় সর্দার ৷ ঘটনাটি ঘটেছে কুলতলির কুন্দখালি গদাবর গ্রামে । তৃণমূল কর্মী অময়কে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন ছেলেও। তাঁর নাম বিশ্বজিৎ সরদার ।

অভিযোগ, বাড়ির থেকে বের হতেই ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় অময় সর্দারকে ৷ ওই সময় ছেলে বিশ্বজিৎ বাড়ি ফিরছিলেন ৷ তিনি বাবাকে বাঁচাতে যান ৷ তখন তাঁকেও ধারালো অস্ত্রের কোপ করা হয় । 6 থেকে 7 জন সিপিআইএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ । আহত অময় ও বিশ্বজিৎ চিৎকার শুরু করলে পরিবার ও এলাকার মানুষজন ছুটে আসে ৷ তাদের আসতে দেখে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে । আহত তৃণমূল কর্মীকে পরিবারের সদস্যরা এরপর উদ্ধার করে কুলতলির জামতলা গ্রামীণ হাসপাতালে ভরতি করে ।

আরও পড়ুন: আইএসএফ কর্মীদের খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অময় সর্দার বলেন, "সকালে আমার বাড়িতে সিপিআইএম ও বিজেপি কর্মীরা ভোটার স্লিপ দিতে আসেন ৷ কিন্তু আমি তা নিতে চাইনি ৷ এরপরেই ভোটের স্লিপ না-নেওয়ায় আমাকে হুমকি দেওয়া হয় দেখে নেওয়ার । তারপর সন্ধেয় হঠাৎ করে বাড়িতে এসে হামলা চালায় ৷ ছেলে বাধা দিয়ে গেলে তাঁকেও মারধর করে ।" যদিও এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম । অঞ্চল সভাপতি মনোয়ার মণ্ডল বলেন, "ভোটের আগে এইসব অভিযোগ মিথ্যা ৷ যা বোঝানোর মানুষ আগামী 8 তারিখ পঞ্চায়েত নির্বাচনে বুঝিয়ে দেবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.