ETV Bharat / state

BJP-তৃণমূল সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ

author img

By

Published : Jul 20, 2019, 9:12 PM IST

Updated : Jul 20, 2019, 10:04 PM IST

গোবর্ধনপুর উপকূল থানা

BJP ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হলেন OC-সহ প্রায় 10 জন পুলিশকর্মী ৷ পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার ইন্দ্রপুরের ঘটনা ৷

পাথরপ্রতিমা, 20 জুলাই: BJP ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার ইন্দ্রপুর ৷ নিয়ন্ত্রণে আনতে গিয়ে জখম হলেন OC-সহ প্রায় 10 জন পুলিশকর্মী ৷

শহিদ দিবসের সমাবেশের সমর্থনে ইন্দ্রপুরে একটি মিছিল বের করে তৃণমূল কংগ্রেস ৷ অভিযোগ, মিছিলের উপর হামলা চালায় BJP আশ্রিত দুষ্কৃতীরা৷ মিছিলে থাকা তৃণমূল কর্মী-সমর্থকরা পালটা রুখে দাঁড়ালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ ৷ পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি ৷ আহত হন কয়েকজন পুলিশকর্মী ৷ উদ্ধার করে তাঁদের ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন : বাসন্তীতে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ 2000 জনের

যদিও BJP-র পালটা অভিযোগ, তৃণমূলের কর্মী-সমর্থকরাই মিছিল থেকে তাদের কর্মী-সমর্থকদের দোকানে হামলা চালায় ৷ তাদের আরও অভিযোগ, পুলিশকে জানিয়েও কোনও কাজ হয়নি ৷ এই ঘটনায় প্রায় 15টি বাইক ভাঙচুর করা হয় ৷ দু'জনকে আটক করেছে পুলিশ ৷

Intro:পাথর প্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার ইন্দ্রপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঘটনা থামাতে গিয়ে আহত গোবর্ধনপুর ওসি সহ প্রায় দশজন পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায় গতকাল একুশে জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল ছিল। সেই মিছিল যাওয়ার পথে হঠাৎ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মিছিলের হামলা চালায় বলে অভিযোগ। তখন তৃণমূলের মিছিলে লোকজন পালটা রুখে দাঁড়ালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনার খবর পেয়ে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ ঘটনা স্থলে আসে। পুলিশের উপস্থিতি লক্ষ্য করে তাদের উপরে চলতে থাকে অতর্কিতেই ইট বৃষ্টি শুরু হয়। ইট বৃষ্টির পর পুলিশ পিছু হোটেলে তাদেরকে লাঠিসোটা দিয়ে মারধর শুরু করে দুষ্কৃতীরা। পুলিশ আহত হওয়ার খবর শুনে বিশাল পুলিশ বাহিনী এলাকায় এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহত তৃণমূল কর্মীদের ও ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাণ ভয়ে তৃণমূল কর্মী সমর্থকরা স্থানীয় একটি দোকানে গিয়ে লুকিয়ে পরে বলে অভিযোগ। সেই দোকানে ভাঙচুর করা হয় বলে ও অভিযোগ। Body:পাল্টা বিজেপির অভিযোগ এলাকায় তৃণমূল কর্মী সমর্থকরা একটি মিছিল করে সেই মিছিল থেকে বিজেপি কর্মীদের দোকানে ভাঙচুর চালায়। তারপর বিজেপি কর্মীদের মারধোর করে। পুলিশকে বারবার জানিয়ে ও কোন কাজ হয়নি। তারপর বিজেপি কর্মী ও গ্রামবাসীরা হামলার প্রতিরোধ করে বলে দাবি। Conclusion:এই ঘটনায় এলাকার প্রায় 15 টি বাইকে ভাঙচুর করে পুকুরে ফেলে দেই। ঘটনায় ব্যাপক পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।
Last Updated :Jul 20, 2019, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.