Gangasagar Mela 2022: গঙ্গাসাগরের পবিত্র জল নিয়ে 'পুণ্য তরী' পাড়ি দিল 23 জেলার উদ্দেশ্যে

author img

By

Published : Jan 11, 2022, 11:01 PM IST

Updated : Aug 9, 2022, 5:33 PM IST

Gangasagar Mela 2022

রাজ্যের 23 জেলার উদ্দেশ্যে রওনা হল গঙ্গাসাগরের পবিত্র জল (holy water of gangasagar) ৷

গঙ্গাসাগর, 11 জানুয়ারি : করোনা আবহের মধ্যেও বিধি মেনে এবছরের গঙ্গাসাগর মেলায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সোমবার আনুষ্ঠানিক উদ্বোধনও হয়ে গিয়েছে এই মেলার ৷ এই বছর গঙ্গাসাগর মেলায় বিশেষ চমক হল 'পুণ্য তরী' । গঙ্গাসাগরের পবিত্র জল (holy water of gangasagar) নিয়ে 'পুণ্য তরী' মঙ্গলবারপাড়ি দিল রাজ্যের 23টি জেলার উদ্দেশ্যে ।

আরও পড়ুন : হাইকোর্টের গঙ্গাসাগর মেলার নতুন কমিটিতে নেই শুভেন্দু

প্রতিবছর গঙ্গাসাগর মেলায় কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় কিন্তু এ বছর করোনা সংক্রমণের চোখ রাঙানির কারণে তাতে ভাটা পড়েছে ৷ কমেছে জনসমাগম ৷ তার ব্যতিক্রম করোনা মহামারীর কালে পুণ্যার্থী আগমনে ভাটা পড়েছে । তবে এই বছর গঙ্গাসাগর মেলায় বিশেষ চমক হল "পুণ্য তরী" । গঙ্গাসাগরের পবিত্র জল 23টি নৌকার মাধ্যমে 23টি জেলার বিভিন্ন মন্দিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । মঙ্গলবার গঙ্গাসাগরের কপিলমুনির মন্দিরে পুজো দেওয়া পর গঙ্গাসাগরের পবিত্র জল রাজ্যের বিভিন্ন প্রান্তের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় ।

জানা গিয়েছে, এই জল যাবে (1) আলিপুরদুয়ার জেলায় মহাকাল মন্দির (2) বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর মন্দির (3) বীরভূম জেলায় তারাপীঠ মন্দির (4) কোচবিহার জেলায় মদনমোহন মন্দির (6) দক্ষিণ দিনাজপুর জেলায় বড়কালী মন্দির (6) দার্জিলিং জেলায় দির্ধাম মন্দির (7) হুগলি জেলায় তারকেশ্বর মন্দির (8) হাওড়া জেলায় বেলুড় মঠ (9) জলপাইগুড়ি জেলায় মার্কা পাড়া কালী মন্দির (10) ঝাড়গ্রাম জেলায় কনক দুর্গা মন্দির, (11) কালিংপং জেলায় মঙ্গলা ধাম প্রানামি মন্দির (12) মালদা জেলায় রামকালী মন্দির (13) মুর্শিদাবাদ জেলায় কিরীটিশ্বরী মন্দির (14) নদিয়া জেলায় শিব নিবাস মন্দির (15) উত্তর 24 পরগনা জেলায় কচুয়া ধাম (16) পশ্চিম বর্ধমান জেলায় ঘাঘারবুরহি (17) পূর্ব বর্ধমান জেলায় ১০৮ শিব মন্দির (18) পশ্চিম মেদিনীপুর জেলায় মহামায়া মন্দির (19) পূর্ব মেদিনীপুর জেলায় মুক্তিধাম (20) পুরুলিয়া জয়চান্ডি পাহাড় (21) উত্তর দিনাজপুর জেলায় ভৈরবী মন্দিরে ৷

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগর ব্লকের বিডিও সুদীপ্ত মণ্ডল-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা ।

Last Updated :Aug 9, 2022, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.