ETV Bharat / state

Agnimitra Paul Slams Mamata-Sourav: মুখ্যমন্ত্রী ও সৌরভের স্পেন সফর নিয়ে তীব্র কটাক্ষ অগ্নিমিত্রা পালের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 7:26 PM IST

Etv Bharat
Etv Bharat

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও এদিন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তোপ দাগেন। একই সঙ্গে সৌরভের স্পেন সফরকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। এই সফরকেও কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

ডায়মন্ডহারবার, 29 সেপ্টেম্বর: সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্পের সন্ধানে স্পেন সফরে গিয়েছিল। তাঁর সফরসঙ্গী ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ও ৷ আর তাঁর এই স্পেন সফরকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। এই সফরকে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

শুক্রবার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে দু'নম্বর ব্লকের কলাগাছিয়া এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন করতে আসেন বিজেপি নেত্রী তথা আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। আর দলীয় কর্মসূচিতে এসে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেত্রী ৷ তিনি বলেন, "আমাদের টাকায় আপনাদের টাকায় আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ গিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিদেশ সফরে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকার শিল্প এই রাজ্যে এসছে তার জবাব দিতে হবে। আমাদের সামনে গাজর ঝুলিয়ে চাকরি আসে আসছে বলে অনেক আমাদেরকে বোকা বানিয়েছে। বিধানসভা খুললে সেখানে আমরা এই প্রস্তাব রাখব মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে কত টাকা খরচা হয়েছে এবং কত টাকার শিল্প এই রাজ্যে এসছে। সোমনাথবাবুর মত মৌ স্বাক্ষর করে যাবেন আর বাংলার মানুষ সেই আশায় বসে থাকবে। বাংলার পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে গিয়ে মরবে সেটা মানা যায় না।"

এর পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর স্পেন সফরকে কটাক্ষ করে তিনি জানান, সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থান নিয়ে তাঁরা খুবই হতাশ। তিনি বলেন, "আমাদের ভালো লাগতো যদি উনি আমাদের ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেট আইকন উনি ক্রিকেট নিয়েই যদি মেতে থাকতেন ৷ উনি বলেছেন যে আসানসোলে ওনার একটি কোম্পানি আছে কিন্তু আমি আসানসোলের মেয়ে আমরা জানি না আসানসোলে ওনার কোনও কোম্পানি আছে কি না ! নতুন কারখানা উদ্বোধনের জন্য সৌরভবাবুর স্পেনে কেন যেতে হল ? 'আপনাকে দিয়ে রাজনীতি করাচ্ছে মুখ্যমন্ত্রী আর আপনি সেই রাজনীতিতেই নাচছেন।"

আরও পড়ুন: 3 অক্টোবর যাচ্ছেন না হাজিরা দিতে, দিল্লির ধরনাতেই থাকবেন অভিষেক

তাঁর কথায়, "আপনি রাজনীতির শিকার হয়ে যাচ্ছেন ৷ মুখ্যমন্ত্রী যে কথা আপনার মুখ দিয়ে বলাতে চাইছেন আপনি সেই কথা বলছেন। উনি গিয়েছেন সেটা ওনার বিষয় ৷ উনি কবে শিল্পপতি হয়েছেন এবং কোম্পানির ডিরেক্টরে ওনার নাম নেই কেন ? ওনার যদি কোনও শিল্প হয়ে থাকে সেটা বাংলার মানুষকে জানতে হবে।" রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও এদিন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তোপ দাগেন। তিনি বললেন, "অনেক হয়েছে বাংলার মানুষকে বোকা বানানো। বাংলার মানুষ আপনার এই নাটক ধরে ফেলেছে আপনাকে হিসাব দিতে হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.