ETV Bharat / state

Awas Yojana: আবাস যোজনার সমীক্ষায় বাড়ি বাড়ি ঘুরলেন নামখানার বিডিও

author img

By

Published : Dec 12, 2022, 5:38 PM IST

বিভিন্ন জেলা থেকে একের পর এক আবাস যোজনায় (Awas Yojana) বঞ্চনার অভিযোগ উঠছে ৷ দক্ষিণ 24 পরগনাও তার থেকে বাদ নেই ৷ এই জেলার বিভিন্ন এলাকায়ও এই সংক্রান্ত অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা । এরপরেই আবাস যোজনার সমীক্ষা করতে বাড়ি বাড়ি গেলেন খোদ নামখানার বিডিও(BDO) ৷

Awas Yojana
Awas Yojana

আবাস যোজনার সমীক্ষায় বাড়ি বাড়ি ঘুরলেন নামখানার বিডিও

নামখানা, 12 ডিসেম্বর: অন্যান্য জেলার পাশাপাশি আবাস যোজনার (Awas Yojana) সমীক্ষা নিয়ে বেশ কয়েকদিন আগেই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা । তাদের অভিযোগ, আবাস যোজনায় প্রকৃত দাবিদারদের নাম তালিকা থেকে বাদ চলে গিয়েছে ৷ এর পরিবর্তে যারা ইতিমধ্যেই আবাস যোজনায় বাড়ি পেয়েছে এবং একতলা থেকে দুতলা বাড়ি রয়েছে, তাদের তালিকায় নাম রয়েছে । আর এই নিয়ে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গার গ্রাম পঞ্চায়েত ও বিডিয়োর দফতরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । আর এরপরেই আবাস যোজনার সমীক্ষা করতে বাড়ি বাড়ি গেলেন খোদ নামখানার বিডিও (BDO) ৷

গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের ঠিক আগে 2023 এর আবাস যোজনার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে । এই আবাস যোজনা তালিকাভুক্ত করা ও সমীক্ষা করা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে এলাকাবাসীরা ও আশা কর্মীরা । আর তারপরেই সোমবার দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের আবাস যোজনার সমীক্ষা করতে গ্রামে পৌঁছে যান স্বয়ং বিডিও শান্তনু সিংহ ঠাকুর । নামখানা ব্লকের বিভিন্ন বাড়ি বাড়ি যান বিডিও (BDO reached house to house to survey) । সরেজমিনে খতিয়ে দেখেন আবাস যোজনার তালিকা । এমনকী বিডিও কথা বলেন আবেদনকারীদের সঙ্গেও ।

শান্তনু সিং ঠাকুর বলেন, "আবাস যোজনা নিয়ে ইতিমধ্যে বিক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে । আমরা বিভিন্ন প্রশাসনিক ও আশা কর্মীদের দিয়ে আবাস যোজনার সমীক্ষা করেছিলাম । সেই মতোন কিছু তালিকা আমাদের কাছে এসে পৌঁছেছে ৷ তালিকার অনুযায়ী দাবিদাররা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে নামখানা থানার ওসি ত্রিদিব সাহা-সহ বিএলআরও এবং অন্যান্য আধিকারিকেরা মিলে আমরা গ্রামে পৌঁছে যাই ৷ তালিকাভুক্ত আবেদনকারীদের সঙ্গে কথাবার্তা বলি ।"

আরও পড়ুন: আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ, জেলা প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীরা

তিনি গ্রামবাসীদের করা অভিযোগ নিয়ে বলেন, "আমাদের চোখে পড়েছে অনেকেরই আবাস যোজনার বাড়ির প্রয়োজন নেই তবুও তালিকার মধ্যে নাম রয়েছে । প্রকৃত আবেদনকারীরা যাতে এই আবাস যোজনার সুযোগ থেকে বঞ্চিত না হয় সেদিকেই আমরা নজর রাখছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.