ETV Bharat / state

Agnimitra Dares Abhishek: 'যুবরাজ, চ্যালেঞ্জ করবেন না !' ইডির তলব এড়ানোয় অভিষেককে অগ্নি-বাণ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 5:26 PM IST

Updated : Sep 29, 2023, 8:13 PM IST

Agnimitra Dares Abhishek
অভিষেককে কটাক্ষ অগ্নিমিত্রার

Agnimitra Paul dares Abhishek Banerjee: যুবরাজ, ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করবেন না ! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ ভাবেই কটাক্ষ করলেন অগ্নিমিত্রা পাল ৷

অভিষেককে কটাক্ষ অগ্নিমিত্রার

ডায়মন্ডহারবার, 29 সেপ্টেম্বর: যুবরাজ, চ্যালেঞ্জ করবেন না ! ইডি-র তলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা না-দেওয়ার সিদ্ধান্তকে এ ভাবেই কটাক্ষ করলেন অগ্নিমিত্রা পাল ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গড় ডায়মন্ডহারবারে গিয়ে তাঁকে যুবরাজ বলে সম্বোধন করে বিদ্রুপ করেন বিজেপি নেত্রী ৷ তিনি বলেন, বাংলার মানুষের জন্য নাটক করতে দিল্লি যাওয়াটাকে বেশি গুরুত্বের বলে মনে করেছেন তৃণমূল কংগ্রেসের নাম্বার টু ৷

শুক্রবার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবার দু'নম্বর ব্লকের বিজেপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন করতে এসে অগ্নিমিত্রা পাল সেই লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন ৷ বিজেপি নেত্রী বলেন,

"বাংলার মানুষের জন্য নাটক করতে তিনি দিল্লি যাওয়াটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ৷ বাংলার মানুষকে বলব, যাঁরা আপনাদের দিয়ে 100 দিনের কাজ করিয়েছে, সেই সব স্থানীয় নেতা নেতৃত্বের বিরুদ্ধে থানাতে একটি অভিযোগ দায়ের করুন । এঁদের পাল্লায় পড়বেন না । ব্যানার্জি পরিবার হল নাটক করা একটি পরিবার ৷ ব্যানার্জি পরিবারের সদস্যরা জায়গায় জায়গায় থিয়েটার করা থিয়েটার আর্টিস্ট ।"

তিনি আরও বলেন, "আজকের 100 দিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে গাড়িতে করে চিঠি নিয়ে যাচ্ছে দিল্লিতে । এতগুলো রাজ্য রয়েছে । সব রাজ্যেই 100 দিনের কাজের টাকা পায় । পশ্চিমবঙ্গ কেন পাচ্ছে না ! রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন নাটক করছেন ? কেন মানুষকে ভুল বোঝাচ্ছেন !"

আরও পড়ুন: 3 অক্টোবর যাচ্ছেন না হাজিরা দিতে, দিল্লির ধরনাতেই থাকবেন অভিষেক

এ দিন চ্যালেঞ্জের সুরে অগ্নিমিত্রা বলেন, "সময় নষ্ট না করে অ্যাকাউন্টগুলো দিন না ! কোথায় কোথায় আপনার লোকেরা চুরি করেছে সেই অ্যাকাউন্টগুলো দিন । আমরা যাব দিল্লিতে কথা বলতে, বাংলার মানুষকে টাকা দিতে হবে ।"

এরপর অভিষেকের নাম না করলেও তাঁকেই নিশানা করে হুঁশিয়ারি দিয়ে বিজেপি নেত্রী বলেন,

"ভারতের সংবিধান ও ভারতের আইনকে চ্যালেঞ্জ করবেন না যুবরাজ ৷ 34 বছর বহু বামফ্রন্টের নেতা ভেবেছিলেন যে, পশ্চিমবঙ্গে তারা রাজ করে যাবেন । কিন্তু বাংলার মানুষ তাঁদেরকে ফেলে দিয়েছে । আপনারা তো এসেছেন 12 বছর হল ৷ এতটা বাংলার মানুষকে দুর্বল ভাববেন না ৷ বাংলার মানুষ আপনাদেরকে ছুড়ে ফেলে দেবে । দুর্নীতি করে চলেছেন এবং অন্যায় করে চলেছেন আমরা এর জবাব দেব, বাংলার মানুষ জবাব দেবে আগামী লোকসভাতে । তাই বলছি, চ্যালেঞ্জ নেবেন না।"

উল্লেখ্য, আগামী 3 অক্টোবর ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলেও আজ টুইট করে অভিষেক জানিয়ে দিয়েছেন যে, তিনি ওই দিন দিল্লিতে তৃণমূলের ধরনা মঞ্চে যোগ দেবেন, হাজিরা দেবেন না ৷

এ বিষয়ে ডায়মন্ডহারবার দু'নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি আরুময় গায়েন বলেন, "অগ্নিমিত্রা পাল একটা পার্টি অফিস নয়, হাজারটা পার্টি অফিস উদ্বোধন করুন । কিন্তু ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে মানুষের আশীর্বাদ আছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপর । গতবারের থেকেও আরও বেশি ভোট পেয়ে 2024 সালে লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়যুক্ত হবেন ।"

বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধনের পাশাপাশি বিজেপি নেত্রী কলাগাছিয়া এলাকায় একটি প্রসিদ্ধ কালী মন্দিরে এ দিন পুজো দেন । বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সভাপতি-সহ বিজেপির একাধিক শীর্ষ স্থানীয় নেতা নেতৃত্বরা । বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন করার পর বিজেপির দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেন অগ্নিমিত্রা পাল ।

Last Updated :Sep 29, 2023, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.