ETV Bharat / state

মমতা-অভিষেককে গাড়ির ধাক্কা দিয়ে খুন করব, হুমকি পোস্টার উলুবেড়িয়ায় - Posters threatening to kill Mamata

author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 3:02 PM IST

Posters threatening to kill Mamata-Abhishek: মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাড়ির ধাক্কা দিয়ে খুন করা হবে ৷ এমনই হুমকি পোস্টারে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ায় ৷

ETV BHARAT
হুমকি পোস্টারে চাঞ্চল্য উলুবেড়িয়ায় (নিজস্ব ছবি)

উলুবেড়িয়া, 17 মে: ভোটের ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের হুমকি দিয়ে পোস্টার পড়ল উলুবেড়িয়ায় ৷ পুলিশ গিয়ে সেই পোস্টার সরিয়ে দিয়েছে ৷ কারা এই পোস্টার দিয়ে গিয়েছে তার তদন্ত শুরু হয়েছে ৷

সামনের সপ্তাহের সোমবার, 20 মে উলুবেড়িয়া কেন্দ্রে লোকসভা ভোট । আর এই ভোটের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়া পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ার মনসাতলা এলাকাতে । হুমকি পোস্টারে লেখা রয়েছে, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে গাড়ির ধাক্কা দিয়ে খুন করিব । সবাই প্রদীপ জ্বালাবে । আমার গোপন চিঠি আছে পড়ে নেবে।"

এ দিন সকালে ফুলেশ্বরের মনসাতলায় যে পোস্টার পাওয়া গিয়েছে, তা সবুজ কালিতে হাতে লেখা হয়েছে । মমতা ও অভিষেকের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সেই পোস্টারে । এই পোস্টার ভোটের মুখে পুলিশকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে । এলাকাটি কিছুটা গ্রামীণ হওয়ায় সেখানে সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে । আর তাই রাতের অন্ধকারে কারা এই পোস্টার দিয়ে গিয়েছে, তা খুঁজে বের করতে বেশ হিমশিম খেতে হচ্ছে পুলিশকে ৷ তবে এই ঘটনার পিছনে মাওবাদীদের হাত নেই বলেই মনে করছেন পুলিশের আধিকারিকরা । তবে সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হবে বলে পুলিশের আধিকারিকেরা জানিয়েছেন ।

এই পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে উলুবেড়িয়ায় । পুলিশের তরফে জানানো হয়েছে, চিঠিতে কী লেখা আছে সেটা এখনও স্পষ্ট নয় । কেউ বা কারা রাতের অন্ধকারে এই কাজ করেছে । ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন:

  1. লকেটের নামে নিখোঁজের পোস্টার হুগলিতে, তৃণমূলকে দুষছে বিজেপি
  2. 40 বছরের যন্ত্রণা থেকে কবে মুক্তি ? পড়ল ভোট বয়কটের পোস্টার
  3. শিল্পীদের দাম নেই, কাঞ্চনের উদাহরণ টেনে রচনাকে সাবধান করে পোস্টার চুঁচুড়ায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.