ETV Bharat / state

Abhishek Banerjee : অভিষেকের ‘নিঃশব্দ বিপ্লব’, 8 বছরের কাজের 'রিপোর্ট কার্ড' পেশ ডায়মন্ড হারবারের সাংসদের

author img

By

Published : Jun 18, 2022, 7:16 PM IST

diamond harbor mp Abhishek Banerjee
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রিপোর্ট কার্ডের নামও দেওয়া হয়েছে ‘নিঃশব্দ বিপ্লব’ ৷ এলাকায় পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা থেকে শিক্ষার উন্নতি, হাসপাতাল থেকে খেলাধুলোয় অগ্রগতি-সবটাই এই রিপোর্ট কার্ডে তুলে ধরেছেন অভিষেক (Abhishek Banerjee releases report card of his work) ৷

ডায়মন্ড হারবার, 18 জুন : সাংসদ হওয়ার পর গত 8 বছরে নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের জন্য কী কী কাজ তিনি করেছেন তার খতিয়ান বা রিপোর্ট কার্ড পেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee releases report card of his work) ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, গত 8 বছরে ডায়মন্ড হারবারে নিঃশব্দে একের পর এক উন্নয়নমূলক কাজ করে গিয়েছেন অভিষেক ৷ তাই তাঁর এই রিপোর্ট কার্ডের নামও দেওয়া হয়েছে ‘নিঃশব্দ বিপ্লব’ ৷ এলাকায় পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা থেকে শিক্ষার উন্নতি, হাসপাতাল থেকে খেলাধুলোয় অগ্রগতি-সবটাই এই রিপোর্ট কার্ডে তুলে ধরেছেন অভিষেক ৷

অভিষেকের পেশ করা এই রিপোর্ট কার্ডে বলা হয়েছে, এলাকার সব বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে 1 হাজার 400 কোটি টাকা ব্যায়ে ফলতা-মথুরাপুর জলপ্রকল্প তৈরি হচ্ছে ৷ যা দেশের অন্যতম বৃহত্তম জল সরবরাহ প্রকল্প ৷ এর ফলে উপকৃত হবেন 7.9 লক্ষ মানুষ । পাশাপাশি, বজবজে অত্যাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হচ্ছে । যার সুবিধা পাবেন ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার অন্তত 5 লক্ষ মানুষ । উন্নত চিকিৎসা পরিষেবার স্বার্থে 2019 সালে তৈরি হয়েছে ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ ।

আরও পড়ুন : 'এক ডাকে অভিষেক', নয়া পরিষেবা চালু ডায়মন্ড হারবারের সাংসদের

এছাড়াও, 113.5 লক্ষ টাকা খরচে এলাকার প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে । ভোকেশনাল শিক্ষার জন্য বানানো হয়েছে পলিটেকনিক কলেজ এবং আইটিআই প্রতিষ্ঠান । নারী ক্ষমতায়নে জোর দিতে তৈরি হয়েছে মহিলাদের থাকার হোস্টেল । বাংলা আবাস যোজনায় 12 হাজার 972 জন মহিলার জন্য মাথার উপর ছাদের ব্যবস্থা করা হয়েছে । কৃষক, পাইকারি এবং খুচরো বিক্রেতাদের সুবিধার্থে দু’টি কৃষক বাজার তৈরি হয়েছে । করোনাকালে এই এলাকায় কল্পতরু ফ্ল্যাগশিপ উদ্যোগ নেওয়া হয়েছিল । বহু মানুষকে খাওয়ানো হয়েছিল । অতিমারির তৃতীয় ঢেউয়ের সময় চালু হয়েছিল ডক্টর অন হুইলস । ওষুধ, অক্সিজেন ও ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছিল মানুষের কাছে । গণ কোভিড পরীক্ষার কিয়স্কও তৈরি করা হয়েছিল ।

প্রাকৃতিক দুর্যোগের সময় 2 লক্ষ মানুষের জন্য ত্রিপল, খাবার এবং ওষুধের ব্যবস্থা করা হয়েছিল । বড়কাছাড়ি, জয়রামপুর মন্দির এবং পীরতলা মাজহারের অলঙ্করণ এবং সৌন্দর্যায়ন করা হয়েছে । সংসদীয় এলাকায় তৈরি হয়েছে 38টি মাল্টিজিম, 3টি মিনি ইন্ডোর স্টেডিয়াম, 2টি খেলার মাঠ । 2022 সালে যাত্রা শুরু করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব । বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে এলাকায় 1 হাজার 392টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে । 118.2 লক্ষ টাকা খরচে রাস্তায় আলো লাগানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.