ETV Bharat / state

বাঘের হানায় সুন্দরবনে মৎস্যজীবীর মৃত্যু

author img

By

Published : Apr 11, 2021, 4:36 PM IST

বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও বন দপ্তর ৷

বাঘের হানায় সুন্দরবনে মৃত্যু মৎস্যজীবীর
বাঘের হানায় সুন্দরবনে মৃত্যু মৎস্যজীবীর

সুন্দরবন, 11 এপ্রিল : সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর ৷ কুমারিমারি এলাকার ঘটনা ৷ নাম অমল বৈষ্ণব (42) ৷ আজ সকালে তিন সঙ্গীকে সঙ্গে নিয়ে মরিচঝাঁপির জঙ্গলে মাছ-কাঁকড়া ধরতে যান অমলবাবু ৷

সঙ্গীদের বক্তব্য, যাওয়ার সময় হঠাৎ বন থেকে বাঘ বেরিয়ে আসে ৷ এবং অমলের উপর ঝাঁপিয়ে পড়ে ৷ তারপর অমলকে টেনে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৷

আরও পড়ুন : সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর

সঙ্গীরা সঙ্গে সঙ্গে পাল্টা বাঘকে মারতে থাকে ৷ রীতিমতো লড়াই করে বাঘের মুখ থেকে অমলকে ছিনিয়ে আনেন তাঁরা ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা অমলকে মৃত বলে ঘোষণা করেন ৷

পুলিশ জানিয়েছে, মৎস্যজীবীদের কাছে জঙ্গলে যাওয়ার কোনও বৈধ নথিপত্র ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এছাড়া বনদপ্তর ঘটনায় তদন্তে নেমেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.