ETV Bharat / state

Ananta Maharaj : তৃণমূল ঘনিষ্ঠতা আটকাতেই কি অনন্ত মহারাজকে কেন্দ্রীয় নিরাপত্তা ?

author img

By

Published : Aug 13, 2021, 7:38 PM IST

why central government give ananta maharaj y category security
Ananta Maharaj : তৃণমূল ঘনিষ্ঠতা আটকাতেই কি অনন্ত মহারাজকে কেন্দ্রীয় নিরাপত্তা ?

2021-এর বিধানসভা নির্বাচনে গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজের সমর্থন ছিল বিজেপির দিকে ৷ ভোটে বিজেপির ভাল ফল হয়েছে ৷ এখন তৃণমূলও তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করছে ৷ সেই কারণেই কি তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হল ?

কোচবিহার, 13 অগস্ট : গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজকে (রায়) ‘ওয়াই’ ক্যাটেগরি নিরাপত্তা (Y Category Security) দিয়েছে কেন্দ্রীয় সরকার (Union Government of India) । শুক্রবার সেই নিরাপত্তা কর্মীরা কোচবিহার (Cooch Behar) চকচকা সংলগ্ন বড়িগলার রাজবাড়িতে এসে পৌঁছেছেন বলে জানা গিয়েছে । আর এই ঘটনায় চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে ।

আরও পড়ুন : BJP worker attacked : শীতলকুচিতে বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ

প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলের (Trinamool Congress) সঙ্গে ঘনিষ্ঠতা আটকাতেই গ্রেটার সুপ্রিমোকে নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার ? যদিও বিষয়টি নিয়ে বিজেপির (BJP) কোচবিহার জেলা সভানেত্রী তথা বিধায়ক মালতি রাভা (Malati Rava) বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার মনে করেছে তাই ওঁকে নিরাপত্তা দিয়েছে । কার সঙ্গে কী ঘনিষ্ঠতা রয়েছে, সেটা আমার জানা নেই ।’’

জানা গিয়েছে যে গ্রেটার নেতা অনন্ত রায় (Ananta Roy) দীর্ঘদিন ধরেই অসমের বিজেপি সরকারের সহযোগিতায় বঙ্গাইগাওতে গ্রামের বাড়িতে থাকতেন । অসমে (Assam) থাকলেও উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে তাঁর বড় প্রভাব রয়েছে । আর 2021-এর বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) রাজবংশী ভোট টানতে অসমের বঙ্গাইগাওতে অনন্ত মহারাজের (Ananta Maharaj) বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ।

অনন্ত মহারাজকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া নিয়ে বিজেপি বিধায়ক মালতি রাভার বক্তব্য

আরও পড়ুন : udayan vs bjp : কোচবিহারের প্রতিটি থানায় উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে বিজেপি

এমনকী, গত বিধানসভা নির্বাচনের বিজেপির ভোট প্রচারের বিভিন্ন সভামঞ্চে অনন্ত মহারাজকে দেখা গিয়েছিল । বিধানসভা নির্বাচন উপলক্ষে কোচবিহার রাসমেলার মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভাতেও অনন্ত মহারাজ হাজির ছিলেন । বিজেপি তাঁকে দিয়ে রাজবংশী ভোট বিজেপির দিকে টানার চেষ্টা করেছিল । বিধানসভা নির্বাচনে দেখা যায় উত্তরবঙ্গে বিজেপির ফল ভাল হয়েছে ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, এটা বুঝতে পেরে তৃণমূল নেতারাও অনন্ত মহারাজের দ্বারস্থ হন ৷ বিধানসভা নির্বাচনের পর থেকেই তিনি কোচবিহারে থাকছিলেন বলে সূত্রের খবর । এই খবর পেয়ে প্রাক্তন মন্ত্রী তথা উত্তরবঙ্গে তৃণমূলের হেভিওয়েট নেতা রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) অনন্ত মহারাজের বাড়ি বড়গিলায় গিয়ে তাঁর সঙ্গে একাধিকবার দেখা করেন । দিনকয়েক আগেও রবীন্দ্রনাথ ঘোষ তাঁর বাড়িতে গিয়েছিলেন ।

আরও পড়ুন : BJP supporter harassment : বিজেপি করার অপরাধে একঘরে দুই পরিবার

আর এতেই রাজনৈতিক মহলে জল্পনা দেখা দেয় যে তাহলে অনন্ত মহারাজের সঙ্গে কি তৃণমূলের ঘনিষ্ঠতা বাড়ছে ? এই জল্পনার মাঝেই শুক্রবার অনন্ত মহারাজকে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার । এই নিয়ে অনন্ত মহারাজ বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার মনে করেছে তাই দিয়েছে ৷ এ নিয়ে আমার কিছু বলার নেই ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.