ETV Bharat / state

হঠাৎ ঝড়-বৃষ্টিতে ব্যহত কোচবিহারের নির্বাচনী প্রচার

author img

By

Published : Mar 14, 2021, 1:57 PM IST

ঝড় ও বৃষ্টিতে ব্যহত কোচবিহারের জনজীবন
ঝড় ও বৃষ্টিতে ব্যহত কোচবিহারের জনজীবন

শনিবার আচমকা ঝড়-বৃষ্টির জেরে স্তব্ধ হয়ে যায় স্বাভাবিক জনজীবন ৷ ব্যাহত হয় নির্বাচনী প্রচারও ৷

কোচবিহার, 14 মার্চ : গতকাল বিকালে হঠাৎই শুরু হয় মুষলধারে বৃষ্টি , সঙ্গে ঝোড় হাওয়া ৷ আচমকা ঝড়ের কবলে পড়ে স্তব্ধ হয়ে যায় কোচবিহারের বিস্তীর্ণ এলাকা ৷ বিপাকে পড়তে হয় পথচলতি মানুষকেও ৷ স্তব্ধ হয়ে যায় স্বাভাবিক জনজীবন ৷ ব্যহত হয় নির্বাচনী প্রচারও ৷ যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি ৷

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আচমকা এই ঝড় কালবৈশাখীরই পূর্বাভাস ৷ ঝড়-বৃষ্টির জেরে দিনহাটায় আধঘণ্টার জন্য জনজীবন ব্যহত হয় ৷ মেখলাগঞ্জ ও মাথাভাঙায় শিলাবৃষ্টিও হয় ৷ তরমুজ, ধান , তামাকের ফলনে ক্ষতির আশঙ্কা করেছে কৃষকরা ৷ পাশাপাশি হঠাৎ ঝড়-বৃষ্টির জেরে বিধানসভার নির্বাচনী প্রচার কিছুটা হলেও ব্যহত ৷ এমনটাই জানালেন কোচবিহারের একাধিক প্রার্থী ৷

আরও পড়ুন : প্রতিকূল আবহাওয়া, ভারত-বাংলাদেশ সীমান্তে প্রহরায় সমস্যা বিএসএফের

দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বললেন , " হঠাৎ ঝড়-বৃষ্টিতে প্রচার কিছুটা হলেও ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রচার শুরু করি।" তেমনই কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক বললেন, "ঝড়-বৃষ্টিতে প্রচারে গিয়ে চিলকিরহাটে আটকে পড়েছিলাম। পরে ঝড় থামতে প্রচারে নামি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.