ETV Bharat / state

Udayan Guha on BSF: নাম না করে নিশীথকে গ্রেফতারির দাবি উদয়নের

author img

By

Published : May 7, 2023, 2:16 PM IST

Updated : May 7, 2023, 3:07 PM IST

Udayan Guha
উদয়ন গুহ

গরুপাচার মামলায় ইডি চার্জশিট পেশ করেছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাতে উল্লেখ করেছে যে এই গরুপাচারকাণ্ডে বিএসএফ জড়িত ৷ সীমান্তরক্ষী বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ৷ তাই উদয়ন গুহ সেই মন্ত্রকের মন্ত্রীদের গ্রেফতারের দাবি জানালেন ৷

গরুপাচার কাণ্ডে বিএসএফের দায়িত্বে থাকা মন্ত্রকের মন্ত্রীদের গ্রেফতারের দাবি উদয়নের

দিনহাটা, 7 মে: কেন্দ্রীয় মন্ত্রীদের গ্রেফতারের দাবি জানালেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ৷ শিক্ষা দুর্নীতির অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে ৷ এদিকে আদালতে পেশ করা চার্জশিটে ইডি দাবি করেছে, গরুপাচারে বিএসএফ মদত জুগিয়েছে ৷ তাই মন্ত্রীর প্রশ্ন, বিএসএফ যে মন্ত্রকের অধীনে সেই মন্ত্রীকে কেন গ্রেফতার করা হবে না ? কিন্তু কোন মন্ত্রীকে গ্রেফতার করা উচিত ? এই প্রশ্নের উত্তরে দিনহাটার তৃণমূল বিধায়কের দাবি, "আমার খুব একটা পড়াশোনা নেই ৷ তাই জানা নেই বিএসএফ-এর মন্ত্রকের দায়িত্বে কারা আছেন !"

তাঁর দাবি, দেশের স্বার্থে গরুপাচার ইস্যুতে বিএসএফের দায়িত্বে থাকা মন্ত্রকের মন্ত্রীকে কেন গ্রেফতার করা হোক । উদয়ন আরও জানান, গরু যে রাজ্যগুলির মধ্যে দিয়ে বাংলায় আসে, সেগুলির অধিকাংশই বিজেপি শাসিত ৷ তাঁর প্রশ্ন, সেই রাজ্যগুলি থেকে গরু আসছে কী করে ? যে রাজ্যের উপর দিয়ে আসে, সেই রাজ্যগুলি কী করে এই গরুপাচারকে অনুমোদন করে ? মন্ত্রীর অভিযোগ, সেক্ষেত্রে কাউকে গ্রেফতার করা হচ্ছে না ৷

মন্ত্রীর এহেন দাবি ঘিরে রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে ৷ রাজনৈতিক মহলের একাংশের দাবি, নাম না-করে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিককে গ্রেফতারের দাবি জানিয়েছেন উদয়ন ৷ তবে এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলতে চাননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ৷ তাঁর এই দাবি প্রসঙ্গে বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় জানান, তৃণমূলের নেতা মন্ত্রীরা যেভাবে জেলে যাচ্ছে, তাতে উদয়ন গুহের মাথা খারাপ হয়ে গিয়েছে ৷ আর তাই তিনি উলটোপালটা কথা বলছেন ৷ দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ এর আগেও বিএসএফের কার্যকলাপের বিরুদ্ধে সরব হয়েছেন ৷ বিধানসভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেছেন, সীমান্তে তল্লাশির নামে বিএসএফ মহিলাদের হেনস্থা করে।

আরও পড়ুন: বিএসএফ কর্তাদের মদতেই হত গরুপাচার, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ইডি'র

Last Updated :May 7, 2023, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.