ETV Bharat / state

Cooch Behar Tomtom: 5G-র যুগেও সমান জনপ্রিয় দুই চাকার খেলনা গাড়ি 'টমটম'

author img

By

Published : Nov 26, 2022, 2:07 PM IST

কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার বিশেষ আকর্ষণ টমটম গাড়ি (Cooch Behar Tomtom) ৷ নস্টালজিক স্মৃতি হয়েই থেকে গিয়েছে যুগের পর যুগ ধরে ।

Cooch Behar Tomtom News
কোচবিহার রাসমেলা মাতাচ্ছে খেলনা গাড়ি টমটম

কোচবিহার, 26 নভেম্বর: কোচবিহারের রাসমেলা (Cooch Behar Rash Festival) ও টমটম (Tomtom) যেন একে অপরের পরিপূরক । 200 বছরের প্রাচীন রাসমেলায় অনেক পরিবর্তন এলেও আজও বদলায়নি ঐতিহ্যবাহী রাসমেলার টমটম গাড়ি । আর এই গাড়ি আজও সমান জনপ্রিয় (Cooch Behar Tomtom) ৷ দাম 20 টাকা হলেও কদর একফোঁটাও কমেনি । কোচবিহার রাসমেলা মানেই টমটম গাড়ি । মাটির চাকা ও বাঁশের কাঠির খেলনা গাড়ি । খেলনা গাড়ি যত এগোবে টমটম শব্দ হবে ।

1812 সালে মহারাজা হরেন্দ্রনারায়ণ রাস পূর্ণিমার দিন ভেটাগুড়িতে রাজপ্রাসাদে প্রবেশ করেন । সেই দিনটিকে স্মরনীয় করে রাখতে ভেটাগুড়িতে (Bhetaguri) মেলা বসে । পরবর্তীতে কোচবিহার শহরের কেশব রোডে রাজবাড়ি স্থানান্তরিত হয় । পাশাপাশি বৈরাগীদিঘির পাড়ে মদনমোহন মন্দির গড়ে ওঠে । এরপর রাসমেলা সেখানে স্থানান্তর হয় । সেসময় কিষানগঞ্জ থেকে একদল মানুষ ছোট খেলনা গাড়ি 'টমটম' নিয়ে হাজির হন । সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রযুক্তি এগোলেও রাসমেলায় আজও সমান জনপ্রিয় সেই টমটম গাড়ি ৷

কোচবিহার রাসমেলা মাতাচ্ছে খেলনা গাড়ি টমটম

কিষাণগঞ্জ থেকে আসা এক টমটম গাড়ি বিক্রেতা জানান, দাম কুড়ি টাকা করা হয়েছে ৷ একটা খেলনা তৈরি করতে গেলে সময় লাগে ৷ তাতে আবার রঙ করতে হয় ৷ ঠিকঠাক বাজছে কিনাও দেখে নিতে হয় ৷ বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে ৷ মেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে ৷ অনেকদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত ৷

আরও পড়ুন: লক্ষ্য ইউনেসকোর হেরিটেজ স্বীকৃতি, রাসমেলা নিয়ে তথ্যচিত্র তৈরি করছে কোচবিহার পৌরসভা

অনেক আগেই জনপ্রিয়তা অর্জন করেছে এই গাড়ি । মাটির চাকার মধ্যে লাল কাগজে মোড়া, দুটি কাঠির মধ্য দিয়ে এই টমটম গাড়ি শব্দ যেন ঐতিহ্যবাহী রসমেলার স্মৃতিকে বহন করে আসছে । শিশুদের কাছে এই টমটম গাড়ি এক নতুন উন্মাদনা যোগ করে রাসমেলার সময়ে । কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা নতুন করে মনে করায় এই টমটম গাড়ির সেই শব্দ । এই সময়কার ছেলেমেয়ে থেকে বুড়োদের কাছে নস্টালজিক স্মৃতি হয়েই থেকে গিয়েছে যুগের পর যুগ ধরে । বর্তমানে এই টমটম গাড়ির দাম কুড়ি টাকা ছুঁয়েছে । নস্টালজিক স্মৃতিগুলিকেই বারবার ফিরিয়ে আনে কোচবিহারের ঐতিহ্য প্রাচীন রাসমেলার এই টমটম গাড়ি ।

আরও পড়ুন: কোচবিহার রাসমেলা আরও 7 দিন বাড়ানোর আবেদন ব্যবসায়ীদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.