ETV Bharat / state

TMC Inner Clash In Cooch Behar: মাথাভাঙায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম 1

author img

By

Published : Dec 15, 2021, 12:44 PM IST

Updated : Dec 15, 2021, 1:20 PM IST

ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে (TMC Inner Clash In Cooch Behar) উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙার নয়ারহাট এলাকা ৷ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে জখম হন এক তৃণমূল কর্মী ৷

TMC Inner Clash In Cooch Behar
মাথাভাঙায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম 1

কোচবিহার, 15 ডিসেম্বর: কোচবিহারের মাথাভাঙার নয়ারহাট এলাকায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের (TMC Inner Clash In Cooch Behar) ঘটনা ঘটল ৷ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে জখম হন 1 তৃণমূল কর্মী ৷ ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ আতঙ্কে দোকান বন্ধ করে দেন দোকানদাররা ৷ একাধিক বোমাবাজির ঘটনাও ঘটে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ ৷

নয়ারহাটবাজারে মঙ্গলবার রাতে তৃণমূল কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ওঠে দলেরই নয়ারহাট অঞ্চলের তৃণমূল নেতা মনোজ কুমার রায় এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে ৷ জখম তৃণমূল কর্মীর নাম হিমাদ্রি রায়বর্মা ৷ জখম কর্মীকে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর অবস্থার অবনতি হলে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় ৷ তাঁকে দেখতে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে যান মাথাভাঙ্গা- 1 ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক মজিবুর হোসেন এবং সংখ্যালঘু ব্লক সভাপতি রাজিবুল হাসান ৷

মাথাভাঙায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম 1

আরও পড়ুন: অবৈধভাবে প্রবেশের চেষ্টা, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

আক্রান্ত তৃণমূল কর্মীর বাবা শান্ত রায়বর্মা বলেন, "বাজার থেকে বাড়ি ফেরার পথে তৃণমূলের অপর গোষ্ঠীর ছেলেরা আমার ছেলের উপর হামলা চালায় ৷ " অন্যদিকে এই বিষয়ে তৃণমূলের অঞ্চল নেতা মনোজকুমার রায় বলেন, " কারা হামলা চালিয়েছে তা আমার জানা নেই ৷ "এই প্রসঙ্গে মাথাভাঙ্গা-1 ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহেন্দ্রনাথ বর্মন জানিয়েছেন, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না ৷ দলীয়ভাবে তদন্তের পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷

Last Updated :Dec 15, 2021, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.