ETV Bharat / state

Indo-Bangladesh Border : অবৈধভাবে প্রবেশের চেষ্টা, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

author img

By

Published : Dec 12, 2021, 2:08 PM IST

শনিবার সন্ধ্যায় মেখলিগঞ্জের হাসপাতাল চৌপথি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে (Mekhliganj police arrest five Bangladeshi on charges of entering India illegally) । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

Indo Bangladesh Border
গ্রেফতার পাঁচ বাংলাদেশি

কোচবিহার, 12 ডিসেম্বর : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শিশু-সহ 5 বাংলাদেশীকে গ্রেফতার করল মেখলিগঞ্জ থানার পুলিশ (Mekhliganj police arrest five Bangladeshi on charges of entering India illegally) । পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, ধৃতদের নাম নবী হোসেন, মহম্মদ রাজীব আহমেদ, মহম্মদ জাহিদ হোসেন, কল্পনা আখতার ।

শনিবার সন্ধ্যায় মেখলিগঞ্জের হাসপাতাল চৌপথি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে (Indo-Bangladesh Border) । ধৃতদের কাছে ভারতে প্রবেশের কোনও বৈধ কাগজপত্র ছিল না । সেই মতো পুলিশ হাসপাতাল চৌপথি এলাকায় অভিযান চালায় ।

আরও পড়ুন : ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মেখলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার জানান, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.