ETV Bharat / state

Online Truck Booking Facility: কম খরচে বাংলাদেশে রফতানি, কমল অনলাইন ট্রাক বুকিংয়ের দাম

author img

By

Published : Oct 20, 2022, 1:56 PM IST

Updated : Oct 20, 2022, 5:20 PM IST

Online Truck Booking Facility
ETV Bharat

চ্যাংরাবান্ধা বাণিজ্য কেন্দ্রে 26 সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের ‘সুবিধা‘ ভেইকেল ফেসিলিয়েশন সিস্টেম চালু হয়েছে। দ্রুত পণ্য বাংলাদেশে পৌঁছে দিতেই রাজ্য সরকারের এই উদ্যোগ (Online Truck Booking Facility)। রাজ্য সরকারে তরফে ভারত থেকে বাংলাদেশে পণ্য রফতানির ক্ষেত্রে অনলাইন ট্রাক বুকিংয়ের দর কমিয়ে দেওয়া নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা।

কোচবিহার, 20 অক্টোবর : চ্যাংরাবান্ধা বাণিজ্য কেন্দ্রে 26 সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের সুবিধা ভেইকেল ফেসিলিয়েশন সিস্টেম চালু হয়েছে। দ্রুত পণ্য বাংলাদেশে পৌঁছে দিতে এই উদ্যোগ (Online Truck Booking Facility in Coochbehar)। নতুন এই পোর্টালে চালু হাওয়ায় ব্যবসায়ীদেরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ৷ ‘সুবিধা‘ নামে পোর্টালটি পশ্চিমবঙ্গের বিভিন্ন আইসিপি-এ যানবাহনের দ্রুত ক্লিয়াব়্যান্স এবং যান চলাচলের জন্য ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ, ভারতীয় কাস্টমস (সিবিআইসি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর সঙ্গে সমন্বয় করে পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ ৷

নতুন এই নিয়মে পণ্য বোঝাই ট্রাকের জন্য ট্রাকপিছু দশ হাজার টাকা এবং ট্রাকের চেসিস পাঠানোর ক্ষেত্রে চেসিস পিছু পাঁচ হাজার টাকা চার্জ ধরা হয়েছে। পুরো পদ্ধতিটি চলছে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে। রাজ্য সরকারের নির্দিষ্ট সাইটে গিয়ে আবেদন করে সেখানেই নির্ধারিত টাকা জমা দিয়ে এর নথিপত্র পেয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের নতুন নিয়মে যাতে কোনও সম্যসার সন্মুখীন না হতে হয় তার জন্য হেল্পলাইন নম্বর খোলা হয়েছে ৷ রাজ্য সরকারের নির্দিষ্ট সাইটে গিয়ে আবেদন করে সেখানেই নির্ধারিত টাকা জমা দিয়ে এর নথিপত্র পেয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

কমল অনলাইন ট্রাক বুকিংয়ের দাম

আরও পড়ুন: ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষীদের সম্প্রীতির ম্যাচ

তবে নতুন নিয়মে বেশ চিন্তায় বোল্ডার ব্যবসায়ীরা। তাঁদের কথায়, বর্তমানে এক ট্রাক বোল্ডার বাংলাদেশে রফতানি করে লাভ কম হচ্ছে, বোল্ডারের ট্রাকপিছু দশ হাজার টাকা কোনওভাবেই দেওয়া সম্ভব নয়। এতে বিভিন্ন ট্রাক মালিক চরম সমস্যায় পড়েছেন। এই অবস্থায় সরকার ও প্রশাসনের কাছে ট্রাক পিছু সরকারী রেট কমিয়ে আনার দাবী জানিয়েছন ব্যবসায়ী ও ট্রাক মালিকরা। ইতিমধ্যেই চার্জ কমানোর দাবিতে প্রশাসন-সহ বিভিন্ন মহলের দ্বারস্থ হয়েছিলেন চ্যাংরাবান্ধা ব্যবসায়ী ও ট্রাক মালিকরা । তারপরেই রাজ্য সরকারের তরফে রাজস্ব কমিয়ে অর্ধেক করা হয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে, ছয় চাকার একটি ট্রাকে বোল্ডার রফতানিতে দিতে হবে 300/- টাকা, ছয় চাকার বেশি ট্রাকের ক্ষেত্রে 5000/- টাকা, এর বেশি চাকা হলে 7000/- টাকা দাম ধার্য করা হয়েছে।

Last Updated :Oct 20, 2022, 5:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.