ETV Bharat / state

Loan for Coochbihar SHG groups: চলতি অর্থবর্ষে 846 কোটি টাকা ঋণ কোচবিহারের স্বনির্ভর গোষ্ঠীগুলোকে

author img

By

Published : Apr 10, 2022, 4:08 PM IST

rs-846-crore-loan-sanctioned-for-coochbihar-shg-groups-in-2021-22-financial-year
চলতি অর্থবর্ষে 846 কোটি টাকা ঋণ কোচবিহারের স্বনির্ভর গোষ্ঠীগুলোকে

চলতি অর্থবর্ষে কোচবিহারের (Coochbihar news) স্বনির্ভর গোষ্ঠীগুলোকে 846 কোটি টাকা ঋণ (Rs 846 crore loan sanctioned) দেওয়া হয়েছে (Loan for Coochbihar SHG groups) ৷

কোচবিহার, 10 এপ্রিল: কোচবিহার (Coochbihar news) জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে 2021-22 অর্থবর্ষে 846 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে (Loan for Coochbihar SHG groups)। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে ঋণ দেওয়ার এই অঙ্ক কোচবিহারে সবচেয়ে বেশি বলে জেলা প্রশাসনের দাবি । এর ফলে 28 হাজার স্বনির্ভর গোষ্ঠীর লক্ষাধিক মানুষ এই ঋণের সুবিধা পাচ্ছেন ৷

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানান, গত অর্থবছরে 830 কোটি টাকার ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল । কিন্তু 846 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে । এর ফলে স্বনির্ভর গোষ্ঠীগুলি আগামীতে ভাল কাজ করবে বলে আশা করা যায় । কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় সব মিলিয়ে 50 হাজারেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে । তার মধ্যে 2021-22 অর্থবর্ষে 28 হাজার গোষ্ঠী ঋণ নিয়েছে । দেড় লক্ষ টাকা থেকে শুরু করে 6 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পায় তারা ।

আরও পড়ুন: Ananta Maharaj-BJP relationship: গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজের সঙ্গে দূরত্ব বাড়ছে বিজেপির ?

ব্যাঙ্ক ঋণের সুদের একটা বড় অংশ সরকার গোষ্ঠীগুলোকে আবার ফিরিয়ে দেয় । তার সঙ্গে গোষ্ঠীগুলি সমবেত ভাবে যে প্রজেক্টগুলি তৈরি করে, তাতে বিভিন্ন ভাবে সহযোগিতা করা হয় । আবার সরকারি বিভিন্ন মেলায় তাদের উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য বিভিন্ন ভাবে সাহায্য করা হয় । মাছ চাষ থেকে শুরু করে পশুপালন, শীতল পাটি বানানোর প্রশিক্ষণ দেওয়া হয় । পরে ব্যাঙ্কের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ নেওয়া হয় ।

আরও পড়ুন: New Chairman Of Cooch Behar Municipality: কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.