ETV Bharat / state

Road blocked at Coochbehar after storm: ক্ষতিপূরণের দাবিতে কোচবিহারে পথ অবরোধ ঝড়ে ক্ষতিগ্রস্তদের

author img

By

Published : Apr 18, 2022, 4:28 PM IST

road blocked at Coochbihar in demand of compensation after heavy storm
ক্ষতিপূরণের দাবিতে কোচবিহারে পথ অবরোধ ঝড়ে ক্ষতিগ্রস্তদের

ক্ষতিপূরণের দাবিতে কোচবিহারে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করলেন ঝড়ে ক্ষতিগ্রস্তরা (Road blocked at Coochbehar after storm)৷

কোচবিহার, 18 এপ্রিল: রবিবার রাতের বিধ্বংসী ঝড়ে (Coochbehar storm) ক্ষতিপুরণের দাবিতে কোচবিহারের একাধিক এলাকায় পথ অবরোধ করলেন বাসিন্দারা (Road blocked at Coochbehar after storm)। সোমবার সকাল থেকেই ক্ষুব্ধ বাসিন্দারা কোচবিহারের নিউ চ্যাংরাবান্ধা ও শুটকাবাড়িতে পথ অবরোধ শুরু করলে কোচবিহার-মাথাভাঙা ও কোচবিহার-শিলিগুড়ি রুটে যান চলাচল বন্ধ হয়ে যায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

রবিবার রাতে বিধ্বংসী ঝড়ে কোচবিহারে মৃত্যু হয় দু'জনের (Coochbehar road blocked)। আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ । কোচবিহার-1 ব্লকের বিস্তীর্ণ এলাকা কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে । বহু বাড়িঘর ভেঙে গিয়েছে । কোচবিহার শহর, কোচবিহার-2 ব্লক, কোচবিহার-1 ব্লকে ঝড় তীব্র আকার নেয় ৷ মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের বড় আঠারোকোটা গ্রামে জাহাঙ্গির আলম (16) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে । ঘরের উপর গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: Kolkata Metro services disrupted: শোভাবাজার পেরোতেই সুড়ঙ্গে থমকাল মেট্রো, আতঙ্কে যাত্রীরা

ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায় ঝড়ে দেবদাস পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । এ দিন সকাল থেকেই প্রশাসনের কোনও সাহায্য না মেলায় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন ৷ ওই দুই এলাকায় পথ অবরোধ শুরু করেন তাঁরা ৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.