ETV Bharat / city

Kolkata Metro services disrupted: শোভাবাজার পেরোতেই সুড়ঙ্গে থমকাল মেট্রো, আতঙ্কে যাত্রীরা

author img

By

Published : Apr 18, 2022, 12:47 PM IST

Updated : Apr 18, 2022, 3:12 PM IST

ফের আতঙ্কের সফর মেট্রোয় (Kolkata Metro services disrupted) ৷ যান্ত্রিক ত্রুটির জন্য কবি সুভাষাগামী মেট্রো শোভাবাজার স্টেশন ও সুড়ঙ্গের মাঝে দাঁড়িয়ে পড়ে (Metro rail stopped between station and tunnel at Shobhabazar)।

Metro rail stopped between station and tunnel at Shobhabazar, services disrupted
শোভাবাজার পেরোতেই সুড়ঙ্গে দাঁড়িয়ে পড়ল মেট্রো, আতঙ্কে যাত্রীরা

কলকাতা, 18 এপ্রিল: ফের আতঙ্কের সফর কলকাতা মেট্রোয় (Kolkata Metro services disrupted)৷ যান্ত্রিক ত্রুটির জন্য কবি সুভাষাগামী মেট্রো শোভাবাজার স্টেশন থেকে খানিকটা এগিয়ে দাঁড়িয়ে যায় । সুড়ঙ্গের ভিতরে মেট্রোর কয়েকটি রেক ঢুকে ছিল । বাকি অংশ প্ল্যাটফর্মে ৷ ভিতরে আটকে ছিলেন যাত্রীরা ৷ তাঁদের বের করে আনা হয়েছে ৷ এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে (Metro rail stopped between station and tunnel at Shobhabazar)৷

শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে আজ আবার হঠাৎ করেই থমকে যায় মেট্রো পরিষেবা । বেলা 12.15 নাগাদ কবি সুভাষগামী মেট্রো শোভাবাজার স্টেশন ছাড়তেই খানিকটা এগিয়ে দাঁড়িয়ে পড়ে । মেট্রোরেল সূত্রে খবর, রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল । এর পরে রেকটিকে খালি করে কবি সুভাষ কারশেডে নিয়ে যাওয়া হয় । মেট্রো রেলের ইঞ্জিনিয়াররা সেখানেই খতিয়ে দেখবেন কী কারণে হঠাৎ করে সেটি বন্ধ হয়ে যায় ।

আরও পড়ুন: New Escalator in Metro Stations : নববর্ষে শোভাবাজার ও গিরিশ পার্ক মেট্রো স্টেশনে বসল আন্তর্জাতিকমানের এসকেলেটর

এই ঘটনার জেরে ব্যাহত হয় মেট্রো রেল পরিষেবা ৷ বেলা 1.09 থেকে পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে । সমস্যাটি ডাউন লাইনে হওয়ায় আপ লাইনে পরিষেবা স্বাভাবিক ছিল । যতক্ষণ ট্রেনটি সরানো যায়নি, ততক্ষণ যাত্রীদের সুবিধার্থে কবি সুভাষ থেকে সেন্ট্রাল পর্যন্ত পরিষেবা চালানো হয় ।

আরও পড়ুন : Suicide in Metro : নববর্ষের সকালে মেট্রোয় আত্মহত্যা

Last Updated : Apr 18, 2022, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.