ETV Bharat / state

Nisith Pramanik Convoy Attack: নিশীথের কনভয়ে হামলা, 28 বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের

author img

By

Published : Feb 27, 2023, 1:16 PM IST

police file Suo moto Case against 28 BJP Members in Nisith Pramanik Convoy Attack incident
নিশীথ প্রামাণিকের সঙ্গে অজয় রায়

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় (Nisith Pramanik Convoy Attack) গেরুয়া শিবিরকে পালটা চাপ ৷ 28 জন বিজেপি সদস্যের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ (Suo moto Case against 28 BJP Members) ৷

কোচবিহার, 27 ফেব্রুয়ারি: স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার (Nisith Pramanik Convoy Attack) ঘটনায় এবার পালটা চাপ দেওয়ার পথে হাঁটল রাজ্য প্রশাসন ৷ এই ঘটনায় বিজেপির মোট 28 জন কর্মী ও নেতানেত্রীর বিরুদ্ধে মামলা রুজু করা হল ৷ স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা রুজু করেছে কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশ (Suo moto Case against 28 BJP Members) ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন নিশীথ প্রামাণিকের 'ঘনিষ্ঠ' হিসাবে পরিচিত একাধিক বিজেপি নেতানেত্রী ৷ এঁরা হলেন বিজেপির দিনহাটা শহর মণ্ডলের সভাপতি অজয় রায়, দলের কোচবিহার জেলা মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ, বিজেপির দুই জেলা সম্পাদক বিরাজ বসু ও দীপা চক্রবর্তী, তপন বর্মন প্রমুখ ৷

উল্লেখ্য, শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ বিজেপির দাবি, পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা ঘটিয়েছে ৷ এমনকী, রবিবার একটি সাংবাদিক সম্মেলন করে নিশীথ প্রামাণিক নিজেও অভিযোগ করেন, তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল ৷ বোমা, বন্দুক, পাথর নিয়ে হামলা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি ৷

police file Suo moto Case against 28 BJP Members in Nisith Pramanik Convoy Attack incident
অন্যতম অভিযুক্ত অর্পিতা নারায়ণ

আরও পড়ুন: 'যুবনেতার রাজনৈতিক অপরিপক্কতা'য় উদ্বিগ্ন নিশীথ ! নিশানায় কে ?

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের বক্তব্য হল, যে বিএসএফ জওয়ানদের গুলিতে রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের মৃত্যু হয়েছে, তাঁদের শাস্তি না হওয়া পর্যন্ত নিশীথের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি চলবে ৷ কারণ, তিনি শুধুমাত্র কোচবিহারের সাংসদ নন, একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীও বটে ৷ আর বিএসএফ সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্ত ৷ প্রেমকুমারের মৃত্যুতে দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত নিশীথ যেখানেই যাবেন, সেখানেই তাঁকে কালো পতাকা দেখানো হবে ৷

এই ইস্যুতে নিশীথ বলেন, কাউকে কালো পতাকা দেখানো যেতেই পারে ৷ কারণ, গণতন্ত্রে সকলেরই প্রতিবাদ করার অধিকার রয়েছে ৷ কিন্তু, তা বলে বোমা, বন্দুক, পাথর নিয়ে কেন কালো পতাকা দেখানো হবে ? এই প্রেক্ষাপটে শনিবারের ঘটনা নিয়ে রাজ্যকে কড়া বার্তা দিয়েছে রাজ ভবন ৷ অন্যদিকে, বিজেপি ফের একবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে আওয়াজ তুলতে শুরু করেছে ৷ ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত ৷ এরই পাশাপাশি, তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'র সম্পাদকীয় কলামে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে সরাসরি 'বিজেপির ক্যাডার' বলে আক্রমণ করা হয়েছে ৷ এমন প্রেক্ষাপটে 28 জন বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ প্রসঙ্গত, শনিবারের ঘটনায় ইতিমধ্যেই 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.