ETV Bharat / state

Hiten Barman : কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হিতেন বর্মন

author img

By

Published : Jun 26, 2022, 9:17 PM IST

Hiten Barman removed
অপসারিত হিতেন বর্মন

সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে 2014 সালের টেট উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকদের সমস্ত নথিপত্র চেয়ে পাঠায় শিক্ষা দফতর (Primary Teachers Recruitment Case) । অন্যান্য জেলার পাশাপাশি কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছেও সেই নির্দেশ এসে পৌঁছয় ।

কোচবিহার, 26 জুন : রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মধ্যেই কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল হিতেন বর্মনকে (Hiten Barman removed from the post of Cooch Behar district primary school council chairman) । রবিবার এই সংক্রান্ত চিঠি জেলা শিক্ষা দফতরে এসে পৌঁছয় । নির্দেশিকা অনুযায়ী, আপাতত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিদর্শক এই পদ সামলাবেন ।

জানা গিয়েছে, সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে 2014 সালের টেট উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকদের সমস্ত নথিপত্র চেয়ে পাঠায় শিক্ষা দফতর । অন্যান্য জেলার পাশাপাশি কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছেও সেই নির্দেশ এসে পৌঁছয় । এরপরেই দেখা যায় প্রাথমিক বিদ্যালয় সংসদে বহু শিক্ষকের নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না । জেলা বিদ্যালয় সংসদের তরফে প্রাথমিক শিক্ষকদের নথিপত্র চেয়ে স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয় । এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট বিতর্কও দেখা দেয় ।

আরও পড়ুন : 'ত্রিপুরার ফল মানুষের প্রকৃত রায়ের প্রতিফলন নয়', প্রতিক্রিয়া অভিষেকের

তারই মাঝে সামনে এল প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হিতেন বর্মনকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার খবর ৷ এই নির্দেশ প্রসঙ্গে হিতেন বর্মন বলেন, "যা ভাল মনে হয়েছে, করেছে । এনিয়ে বলার কিছু নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.