ETV Bharat / state

Cooch Behar Forward Bloc Office Rent: আর্থিক সংকট, কোচবিহার জেলা কার্যালয়ের একাংশ ভাড়া দিচ্ছে ফরওয়ার্ড ব্লক

author img

By

Published : Apr 25, 2022, 12:14 PM IST

আর্থিক সংকটের কারণে ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা কার্যালয়ের নিচতলার একাংশ ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Cooch Behar Forward Bloc Office Rent) ৷ ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর জানান, আর্থিক সংকটের কারণে দল চালাতে সমস্যা হচ্ছে । তাই জেলা কার্যালয়ের নিচতলার একাংশ ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Cooch Behar Forward Bloc Office Rent
ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা কার্যালয়

কোচবিহার, 25 এপ্রিল: একসময় কোচবিহারে সিংহের দাপট ছিল ৷ সেই সিংহ এখন নখদন্তহীন ৷ অবস্থা এমন যে, দলের খরচ চালাতে হিমসিম খেতে হচ্ছে নেতাদের । তাই এবার জেলা কার্যালয় ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাম শরিকদল ফরওয়ার্ড ব্লক (Cooch Behar Forward Bloc Office Rent)। সূত্রের খবর, জেলা কার্যালয়ের নিচতলার একাংশে চিকিৎসকদের ক্লিনিক খোলা হচ্ছে ।

ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর জানান, কর্মীদের কাছ থেকে চাঁদা নিয়ে দল পরিচালনা করা হত । কিন্তু আর্থিক সংকটের কারণে দল চালাতে সমস্যা হচ্ছে । তাই জেলা কার্যালয়ের নীচতলার একাংশ ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Left Front Agitation : বাংলায় উলঙ্গ রাজার সংস্কৃতি চলছে, কটাক্ষ বিমান বসুর

1977 সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর থেকে কোচবিহারে কমল গুহের নেতৃত্বে দাপট শুরু হয় ফরওয়ার্ড ব্লকের । দীর্ঘদিন জেলার 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটিতে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিল। কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদও ছিল ফরওয়ার্ড ব্লকের । এছাড়া জেলার অধিকাংশ পুরসভাও ছিল তাদের দখলে । জেলার অধিকাংশ গ্রাম পঞ্চায়েতেই দাপট ছিল ফরওয়ার্ড ব্লকের । কিন্তু রাজ্যে তৃণমূল আসার পর থেকেই সিংহের দাপট কমতে থাকে । ফরওয়ার্ড ব্লক ছেড়ে উদয়ন গুহ থেকে শুরু করে পরেশ অধিকারী, অর্ঘ্য রায়প্রধান-সহ একে একে অনেকেই তৃণমূলে যোগ দেন । পাশাপাশি দলের নেতা-কর্মীদের একটা বড় অংশও তৃণমূলে যোগ দেয় । এদিকে অধিকাংশ সদস্য পার্টির চাঁদা না দোওয়ায় এই পরিস্থিতিতে দল চালানো কঠিন হয়ে পড়ছে গোটা জেলায় ।

জানা গিয়েছে, কোচবিহার জেলা কার্যালয় ছাড়া মহকুমা ও অঞ্চল কার্যালয় ছিল । এদের মধ্যে দিনহাটা-সহ বেশ কিছু কার্যালয় দখল হয়ে গিয়েছে । এই পরিস্থিতিতে জেলা কার্যালয়ের নিচতলার একাংশ ভাড়া দেওয়া হচ্ছে । সেখানে একটি মেডিক্য়াল হাব তৈরি করা হবে । যদিও গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ । এদিন তিনি বলেন, "বাবা কমল গুহ দাঁড়িয়ে থেকে জেলা কার্যালয় তৈরি করেছিল । এখন শুনছি ওটা বিক্রি করে দেওয়া হচ্ছে । এটা ঠিক হচ্ছে না।"

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.