ETV Bharat / state

Paresh Chandra Adhikary : পাপস্খালন ! সিবিআই জেরার পর বাড়ি ফিরে রাধাগোবিন্দ মন্দিরে মন্ত্রী পরেশ

author img

By

Published : May 24, 2022, 3:46 PM IST

cooch behar
রাধাগোবিন্দ মন্দিরে পরেশ অধিকারী

বাড়ি ফিরলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Chandra Adhikary)৷ এসেই ভগবানের কাছে হাতজোড় দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীর ৷ পুজো দিলেন রাধাগোবিন্দ মন্দিরে ৷

কোচবিহার, 24 মে : এসএসসি কেলেঙ্কারিতে সিবিআইয়ের জেরা ও মেয়ের চাকরি যাওয়া ৷ একের পর এক ঘটনায় জেরবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী অবশেষে বাড়ি ফিরলেন ৷ মঙ্গলবার দুপুরে কোচবিহারের হলদিবাড়িতে ফিরেই রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন তিনি (Coming Back Home Paresh Adhikary Worshipped to god at Radhagobinda Temple)।

এদিন সকালে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে নিজ নির্বাচন ক্ষেত্রের অন্তর্গত হলদিবাড়িতে চলে আসেন । সেখানে প্রথমে ব্লক তৃণমূল কার্যালয়ে গিয়ে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলার পর মানত থাকায় হলদিবাড়ি শহরের দুর্গামণ্ডপের রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন তিনি । তারপর সেখান থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী । মেয়ের চাকরিতে নিয়োগের প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিষয়টি আদালতে বিচারাধীন বলে তা এড়িয়ে যান মন্ত্রী ।

নিজের এলাকায় ফিরে অনুগামীদের সঙ্গে নিয়ে রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী

প্রসঙ্গত, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুলে শিক্ষিকা হিসাবে নিয়োগে দুর্নীতি হয়েছে এই রায়ে মন্ত্রী কন্যাকে চাকরি ছেড়ে দেওয়া ও এতদিনের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট । অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় । সেই ঘটনায় সিবিআই আধিকারিকরা একাধিকবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেন । টানা কয়েকদিনের জেরার পর মঙ্গলবার তিনি হলদিবাড়িতে ফিরে রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন ।

আরও পড়ুন : Income source of Partha-Anubrata-Paresh: পার্থ-পরেশ-অনুব্রত ও তাঁদের পরিবারের আয়ের উৎসের খোঁজে সিবিআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.